এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তীব্র সঙ্ঘাতের আবহে আজ মুখোমুখি রাজ্যপাল- মুখ্যমন্ত্রী! ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা

তীব্র সঙ্ঘাতের আবহে আজ মুখোমুখি রাজ্যপাল- মুখ্যমন্ত্রী! ক্রমশ তীব্র হচ্ছে জল্পনা


 

রাজ্যের রাজ্যপাল হওয়ার পর থেকেই সাংবিধানিক এবং প্রশাসনিক দূরত্ব তৈরি হয় জাগদীপ ধনকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। রাজভবন বনাম নবান্নের টানাটানিতে অতিষ্ঠ হয়ে ওঠে রাজ্যবাসী। প্রায় বিভিন্ন ইস্যুতে রাজ্যপাল জাগদীপ ধনকার সরকারের সমালোচনা করলে, পাল্টা তার জবাব আসে সরকারের তরফে। আর এহেন একটা পরিস্থিতিতে এবার মুখোমুখি হতে চলেছেন রাজ্যপাল জাগদীপ ধনকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, আজ ভারতের সংবিধান দিবস। স্বাধীন ভারতের সংসদে 70 তম সংবিধান বছর পূর্তি উপলক্ষে আজ রাজ্য বিধানসভায় বসতে চলেছে বিশেষ অধিবেশন। আর এই বিশেষ অধিবেশনেই রাজ্যপাল জগদীপ ধনকারকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, সোমবার এই ব্যাপারে পরিষদীয় দলগুলিকে নিয়ে একটি বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিধানসভার এই বিশেষ অধিবেশনে কারা কারা বক্তার তালিকায় থাকবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বক্তাদের তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকার ছাড়াও লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, অবসরপ্রাপ্ত নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি, প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন, প্রাক্তন বিচারপতি শ্যামল সেনের মত ব্যক্তিত্বরা রয়েছেন।

এদিকে বিধানসভার পাশাপাশি এদিন সংবিধান দিবস রাজভবনেও পালন করার উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকার। আর সেখানেই সমস্ত পরিষদীয় দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু বিধানসভায় এই সংবিধান দিবস পালনের অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ রাজ্যপাল উপস্থিত হবেন। তবে সন্ধ্যা সোয়া ছয়টা থেকে রাজভবনের অনুষ্ঠান শুরু হওয়ার কারণে তিনি ছটার মধ্যে বিধানসভা থেকে বেরিয়ে যাবেন বলে খবর রয়েছে।

তাই সেদিক থেকে বিধানসভার অনুষ্ঠান সন্ধ্যা সাতটা পর্যন্ত হলে রাজভবনে শুরু হওয়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। তবে রাজভবনের এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, উপাধ্যক্ষ সুকুমার হাঁসদা, বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বাম পরিষদ নেতা সুজন চক্রবর্তী, বিজেপির মনোজ টিগ্গা, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।

আর রাজভবন এবং বিধানসভায় সংবিধান দিবস পালনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল মুখোমুখি হলে প্রশাসনিক বনাম সাংবিধানিক দূরত্ব কমবে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন অনেকে। কেননা যেভাবে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই জগদীপ ধনকারের সাথে সরকারের দূরত্ব তৈরি হয়েছে, তাতে অবিলম্বে যদি সেই দূরত্ব না কমে, তাহলে তা রাজ্যের গুরুত্বপূর্ণ দুই কাঠামোতেই প্রভাব ফেলতে পারে। তাই সংবিধান দিবসের এই অনুষ্ঠান নবান্ন বনাম রাজভবনের দূরত্ব কতটা কমায়, সেদিকেই নজর রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!