এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েত মিটতে না মিটতেই আবারো বড় জয় ছিনিয়ে নিল মা-মাটি-মানুষের দল

পঞ্চায়েত মিটতে না মিটতেই আবারো বড় জয় ছিনিয়ে নিল মা-মাটি-মানুষের দল

পঞ্চায়েত নির্বাচনের সাফল্যের পরবর্তীতে মঙ্গলবার হাওড়া জেলার বালির মহাদেব জুটমিলে  পিএফ ট্রাস্ট বোর্ডের নির্বাচনে আবারও তৃণমূল কংগ্রেসের বিজয় পতাকা উড়লো। জুটমিল সূত্রে পাওয়া খবর অনুয়ারী ন্যাশনাল ফেডারেশন অফ জুট ওয়ার্কাস মনোনীত আইএনটিটিইউসি-র প্রার্থীরা পশ্চিমবঙ্গ ন্যাশনাল ফেডারেশন অফ জুট ওয়ার্কাস-এর কার্যকরী সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা বলরাম ভট্টাচার্যের নেতৃত্বে   বিরোধী সিটুকে (সিপিএম) বিপুল ভোটে পরাজিত করে। এর ফলে পিএফ ট্রেড ইউনিয়নের নতুন বোর্ড গঠিত হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত এই নির্বাচন হয়েছে গত রবিবার। এদিন মঙ্গলবার তার ফল প্রকাশিত হলো। এই নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানালেন ন্যাশনাল ফেডারেশন অফ জুট ওয়ার্কাসের রাজ্য সভাপতি জ্যোতির্ময় চট্টোপাধ্যায়, তৃণমূল কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদার, বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেস সভাপতি পুরপিতা তফজিল আহমেদ প্রমুখ নেতৃ বৃন্দ। এই জয়ের প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা লরাম ভট্টাচার্য বললেন, ” এই জয় মা-মাটি-মানুষের জয়। আমাদের আগামী দিনেও অনুপ্রেরণা দেবে এই বিপুল জয়। আমরা বরাবরই শ্রমিকদের স্বার্থে লড়াই করি। আপদে বিপদে তাদের পাশে থাকি। এর আগেও গত জানুয়ারি মাসে আমরা পিএফ ট্রাস্টিতে গোল্ডেন সার্টিফিকেট পেয়েছিলাম। এবার আমরা ৮৫ শতাংশ ভোটে নির্বাচিত হয়েছি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!