এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > খুনের ‘মোটিভ’ জানা না গেলেও ত্রিলোচন ‘হত্যায়’ গ্রেপ্তার এক, সন্দেহভাজন আরো অনেক

খুনের ‘মোটিভ’ জানা না গেলেও ত্রিলোচন ‘হত্যায়’ গ্রেপ্তার এক, সন্দেহভাজন আরো অনেক


পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্য-রাজনীতিতে ঝড় তুলে দেওয়া পুরুলিয়ার ১৮ বছরের যুবক ত্রিলোচন মাহাতোর ‘হত্যার’ ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। আমাদের স্থানীয় সংবাদদাতার সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী মৃত ত্রিলোচন মাহাতোর গ্রাম সুপুরডিরই বাসিন্দা পাঞ্জাবি মাহাতোকে এই খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির দাবি, ত্রিলোচন মাহাতো খুনের ঘটনার সঙ্গে তাঁর যোগ স্বীকার করার পরেই পাঞ্জাবি মাহাতোকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকালই তাঁকে আদালতে পেশ করা হবে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু কেন গ্রেপ্তার করা হল পাঞ্জাবি মাহাতোকে? সিআইডি সূত্রের খবর, পেশায় গরু চড়ানো পাঞ্জাবি মাহাতোর আচরণ ঘটনার দিন ছিল অত্যন্ত সন্দেহজনক। ত্রিলোচন মাহাতো ‘নিখোঁজ’ হয়ে গেলে স্থানীয়রা খুঁজতে বেরোলেও পাঞ্জাবি মাহাতো সেই দলের সঙ্গে ছিলেন না, তাঁকে সেদিন ঘনঘন ফোনে কথা বলতে দেখা যায়। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে জেরায় ডাকে সিআইডি, সেখানে প্রথমে তাঁর দাবি তাঁর কোনো ফোন নেই। কিন্তু তাঁকে সেদিন ফোনে কথা বলতে দেখা একাধিক প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে। এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে তদন্তকারীরা দুটি ভাঙা মোবাইল ও সিমকার্ড উদ্ধার করে। এরপরেই জেরায় পাঞ্জাবি মাহাতো খুনের সঙ্গে যোগ থাকার কথা স্বীকার করে নেয়। তবে কি কারণে ‘আপাত নিরীহ’ পাঞ্জাবি মাহাতো ত্রিলোচন মাহাতোকে খুন করেছে সেই ‘মোটিভ’ নিয়ে এখনো কিছু জানাতে পারেননি তদন্তকারী অফিসারেরা, তবে আরও অনেকেই এই খুনের সঙ্গে জড়িত এবং তাঁদের চিহ্নিতকরণও করা হয়েছে বলে দাবি। সিআইডির আরো দাবি, এই হত্যাকাণ্ডের অনেকটাই কিনারা তাঁরা করে ফেলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!