এখন পড়ছেন
হোম > অন্যান্য > ১০ হাজারেরও অনেক কম দামে এই স্মার্টফোন গুলোই এবার বাজার কাঁপাতে চলেছে, জেনে নিন বিস্তারিত

১০ হাজারেরও অনেক কম দামে এই স্মার্টফোন গুলোই এবার বাজার কাঁপাতে চলেছে, জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ৮ থেকে ৮০, মোবাইল ছাড়া চলে নাকি? তবে ৮ কি মশাই এখন ১ বছরের বাচ্চারাও ফোন হাতে বেশ সাবলীল। তাহলেই বুঝুন কালে কালে এর ব্যবহার কোথায় গিয়ে দাঁড়াবে। তবে বেশি দামী ফোনের থেকে হাজার দশেক- এর মধ্যেই বেশি ফোন কেনার প্রবণতা দেখা যায়। কারণ কিছুদিন পরেই হাজির হয় নতুন ফিচার। তাই পুরোনো ফোন পাল্টে নতুন ফোন কিনতে মন চায়।

মানুষের এই ব্যবহারের দিক থেকে লক্ষ্য রেখে মোবাইল কোম্পানিগুলিও তাই অল্প দামের ফোন গুলির মধ্যে ফিচারের পরিবর্তন করে ফ্রিকুয়েন্টলি। যে কারণে একটি ফোন ২ বছরের বেশি ব্যবহার করতে খুব কমই দেখা যায়।

এবার সেই সুযোগকে কাজে লাগিয়ে ১০,০০০ টাকার কম দামে ফোন আনতে চলেছে এই স্মার্টফোন ব্র্যান্ডগুলি। এদের মধ্যে রয়েছে স্যামসাং, শাওমি, রিয়েলমি-র মতো জনপ্রিয় কোম্পানি। তবে কোন ফোনের কি ফিচার আসুন জেনে নিই।

 

১) শাওমি রেডমি ৮এ প্রো:-ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ হলেও ভারতে শীঘ্রই আসতে চলেছে এটি। লকডাউনের পরেই ভারতে লঞ্চ হতে পারে রেডমি ৮এ প্রো। এই ফোনে ইউজার পেয়ে যাবেন ৬.২২ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ২জিবি র‍্যাম ও ৫,০০০ এমএএইচ স্টোরেজ।

২) ইনফিনিক্স নোট ৭ লাইট:- এই ফোনে থাকছে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে সহ হিলিও জি৭০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২৮জিবি স্টোরেজ।

৩) স্যামসাং গ্যালাক্সি জে২ কোর ২০২০:- সম্প্রতি একন্ট্রি লেভেল সেগমেন্টে এই ফোন নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। লকডাউন পরবর্তী সময়ে ভারতে ফোন পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছে কম্পানি। এই ফোনে থাকছে অ্যানড্রয়েড গো এডিশন অপারেটিং সিস্টেম।

৪) নোকিয়া সি২:- এখনও ভারতে লঞ্চ হয়নি নোকিয়া সি২। এই ফোনে রয়েছে ৫.৭ ইঞ্চি ডিসপ্লে, ১৬জিবি স্টোরেজ, ১জিবি র‍্যাম ও ১৮০০ এমএএইচ ব্যাটারি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫) লাভা জেড৫২ প্রো:- এই ফোনে থাকছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ২জিবি র‍্যাম ও ১৬জিবি স্টোরেজ। এছাড়া ৪,১২০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট।

৬) কুলপ্যাড কুল ৯:- এই ফোনে থাকছে ৫.৭১ ইঞ্চি ডিসপ্লে। সঙ্গে অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর, ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ সিস্টেম।

৭) লিনোভো এ৭:- এই ফোনে থাকছে ৬.০৯ ইঞ্চি ডিসপ্লে। ফোনের সামনে ও পিছনে দুটি ক্যামেরা থাকছে। থাকছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট।

৮) এলকাটেল ১ভি ২০২০:-ই ফোনে থাকছে ৬.২২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর হিলিও পি২২ চিপসেট ও ৪০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!