এখন পড়ছেন
হোম > অন্যান্য > রূপালী জগতের প্রথম দশজন ধনকুবেরের নাম ও তাদের সঞ্চিত অর্থের পরিমান জানলে চোখ উঠবে কপালে!

রূপালী জগতের প্রথম দশজন ধনকুবেরের নাম ও তাদের সঞ্চিত অর্থের পরিমান জানলে চোখ উঠবে কপালে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় ‘ধনকুবের’ বলে একটি বহুল প্রচলিত শব্দ আছে। গল্পে জমিদারদের কথা আমরা শুনেছি। তারা পায়রা ওড়াতেন, বাজি পোড়াতেন, লক্ষ টাকা খরচ করে বিড়ালের বিয়েও দিতেন। বিড়ালের বিয়ে না হয় আমরা এখন আর হতে দেখি না, তাই বলে কী আর ধনকুবের নেই। আমাদের বলিউডে বা সিনেমা জগতে এমন অনেক তারকা আছেন যাদের ব্যাঙ্ক ব্যালেন্স কতো তা জানলে আপনার মুখের হা অনায়াসে দুই একটা মাছির যাওয়া আসার পথ করে দিতে পারে! জানতে চান কারা সেই ধনকুবের? তবে বলছি পর্যায়ক্রমে সেই সব অতি পরিচিত নামগুলি। আপনি কষ্ট করে মুখের হা বন্ধ রেখে শুনে যান।

১. শাহরুখ খান ঃ–
বলিউডের এই বাদশা অর্থের দিক থেকেও বাদশা এবং স্টারদের মধ্যে ব্যাঙ্কব্যালেন্সের দিক থেকে প্রথম স্থানে আছেন। তার অর্থের পরিমান
৬০০ মিলিয়ন মার্কিন ডলার ( ৪,৫৪০ কোটি টাকা)।

২. অমিতাভ বচ্চন ঃ–
বাদশার পরের স্থানই বলিউডের শাহেনশার। তার অর্থের পরিমাণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ( ৩,০২৬ কোটি টাকা)।

৩. হৃত্বিক রোশান ঃ–
বলিউডের গ্রীক গড কম যান না। ইতিমধ্যেই তিনি ৩৭১ মিলিয়ন মার্কিন ডলারের অধিকারী। ভারতীয় মূল্যে তা ২,৮০৬ কোটি টাকা।

৪. সলমন খান ঃ–
বলিউডের এই তারকাকে বিতর্ক পিছু না ছাড়লেও অর্থবলে তিনি চতুর্থ নম্বরে। তার উপার্জিত অর্থের পরিমাণ ৩১০ মিলিয়ন মার্কিন ডলার ( ২,৩৪৫ কোটি টাকা)।

৫. অক্ষয় কুমার ঃ–
অক্ষয় কুমার বলিউডের অন্যতম লম্বা রেসের ঘোড়া। তিনি এর মধ্যেই ব্যাঙ্কে জমিয়ে ফেলেছেন ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার ( ২,০৬৫ কোটি টাকা)।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. আমির খানঃ–
আপনি হয়তো মনে মনে এনার নামটির জন্য প্রতীক্ষা করছিলেন। তার বর্তমানে ২০৫ মিলিয়ন মার্কিন ডলার( ১,২১০ কোটি টাকা)-র মালিক।

৭. সইফ আলি খান ঃ–
সইফ বলিউডের নামজাদা নায়কদের মধ্যে পড়েন তো বটেই, এছাড়াও তিনি বংশগত ভাবে নবাব। তার সঞ্চয়ে আছে ১৬০ মিলিয়ন মার্কিন ডলার( ১,২১০ কোটি টাকা)।

৮. ধরমেন্দ্র ঃ–
জানি, হঠাৎ এই নামটি শুনে আপনি অবাক হয়েছেন। কিন্তু এটা সত্যি। এই পুরোনো দিনের হিম্যান বর্তমানে ফিল্ম প্রযোজনাও করেন। তার সঞ্চয়ে রয়েছে ৭০ মিলিয়ন মার্কিন ডলার ( ৫৩০ কোটি টাকা)।

৯. রজনিকান্ত ঃ–
এই স্টারকে কে না চেনে! স্টাইিশ এই স্টার এই বয়সেও বক্স অফিস কাঁপান। তার ব্যাঙ্ক ব্যালেন্স বর্তমানে ৬০ মিলিয়ন মার্কিন ডলার ( ৪৫৪ কোটি টাকা)।

১০. ইরফান খান ঃ–
দূঃখজনক ব্যাপার হলো, এই প্রতিভাবান অভিনেতা এই বছর ক্যানসারে মারা যান। কিন্তু জানেন কি, তিনি মৃত্যুকালে কতো টাকার সম্পত্তি রেখে গেছেন? তার আর্থিক সঞ্চয়ের পরিমাণ ছিল ৫০ মিলিয়ন মার্কিন ডলার ( ৩৮০ কোটি টাকা)।

এই হলো প্রথম দশজন রুপোলী জগতের ধনকুবেরের নামের তালিকা। কে বলে এই দেশ গরীবের দেশ!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!