এখন পড়ছেন
হোম > রাজ্য > ১০০ দিনের কাজে ‘দেশের সেরা’ বাংলাতেই কাজ না পেয়ে ঘেরাও বিডিও, পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ

১০০ দিনের কাজে ‘দেশের সেরা’ বাংলাতেই কাজ না পেয়ে ঘেরাও বিডিও, পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ

১০০ দিনের কাজের দাবীতে এদিন হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি, উত্তর বড় হলদিবাড়ি, দেওয়ানগঞ্জ,বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দু’শতাধিক মহিলা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন। মুহূর্তেই উত্তেজনা ছড়ায় অফিস চত্বরে। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসতে হয় পুলিশকে। তারপর পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীদের সরানো হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা দাবীতে জানিয়েছেন,১০০ দিনের কাজ পাওয়া থেকে দীর্ঘদিনই বঞ্চিত তাঁরা। এ ব্যাপারে মাস দু’য়েক আগে বিডিওকে লিখিতভাবে জানানো হলেও তাঁর তরফ থেকে কোনে পদক্ষেপ নেওয়া হয়নি। ফলত ধৈর্য্যের বাঁধ ভাঙে তাঁদের। এরপর মহিলারা একত্রিত হয়ে বিডিও দপ্তরে আসেন। বিডিও-র সঙ্গে দেখা করে স্মারকলিপি দিতে গেলে তাঁদের অফিস থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

পরবর্তী কালে তাঁরা দপ্তরের অন্য আধিকারিকে স্মারকলিপি দিতে গেলে তাঁদেরকে ফিরিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদ করতেই এদিন মহিলারা বিক্ষোভে শামিল হন বিডিও অফিসের সামনে। এমনটাই জানা গিয়েছে বিক্ষোভাকারীদের পক্ষে নিরঞ্জন সরকারের সূত্র থেকে। তিনি আরো জানান,পুলিশ এসে একরকম জোর করে বিক্ষোভকারীদের তুলে দেন। তাঁদের সাথে দুর্ব্যবহারও করেন।

তবে বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ মানতে নারাজ হলদিবাড়ি থানার পুলিশ। কারোর সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি বলেই জানিয়েছেন তাঁরা।আন্দোলনকারীদের থানায় এনে বসিয়ে রাখা হয়েছিল। তারপর তাঁদের ব্যক্তিগত মুচলেকা দিয়েই ছেড়ে দেওয়া হয়। এমনটাই বক্তব্য পুলিশের।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ ব্যাপারে হলদিবাড়ির বিডিও সঞ্জয় পণ্ডিত বলেন, বর্ষার সময় কিছু বাসিন্দা ১০০ দিনের কাজের জন্য আবেদন করেছিল। বর্ষার জন্য ওইসময় কাজ দেওয়া সম্ভব হয়নি। এরপর এদিন কিছু মহিলা দল বেঁধে দপ্তরে বিক্ষোভ দেখায়। চিৎকার,চ্যাঁচামেচি করে তাঁরা দপ্তরের কাজে ব্যাঘাত ঘটায়। পরিস্থিতি এতোটাই প্রতিকূল হয়ে ওঠে যে পুলিশকে ডাকতে হয়। বিক্ষোভের জেরে গোটা দিনই উত্তেজনা চরমে ছিল হলদিবাড়ি বিডিও অফিস চত্বরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!