এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে আসছে কেন্দ্রের বিশেষ টীম! পুরোনো ‘দুর্নীতিতে’ তড়িঘড়ি ব্যবস্থা!

১০০ দিনের কাজ খতিয়ে দেখতে আসছে কেন্দ্রের বিশেষ টীম! পুরোনো ‘দুর্নীতিতে’ তড়িঘড়ি ব্যবস্থা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে রাজ্যে একের পর এক দুর্নীতি প্রকাশ পেয়েছে। সম্প্রতি আমফান এবং রেশনিং দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে বিরোধীরা ঝড় তুললেও অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গে দুর্নীতি চলে আসছে বলে মনে করছেন বিরোধীরা। 100 দিনের কাজের দুর্নীতি হচ্ছে রাজ্যে বলে আগেই দাবী তুলেছিল বিরোধীরা। আর এবার বিরোধীদের সেই দাবিকে শীলমোহর দিতে 100 দিনের কাজ খতিয়ে দেখতে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের বিশেষ অডিট টিম আসতে চলেছে রাজ্যে।

আর এই খবরটি পেয়েই এবার নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। বছর খানেক আগে পূর্ব বর্ধমান হুগলির বারোটি পঞ্চায়েতের 62 টি কাজ ঘুরে দেখে কেন্দ্রের বিশেষ অডিট দল। সেই সময় 100 দিনের কাজে বিভিন্ন অনিয়ম খুঁজে পায় কেন্দ্রীয় দল। কেন্দ্র থেকে চিঠি আসে, অভিযুক্ত পঞ্চায়েতগুলির কাছে টাকা ফেরত চেয়ে। সেই পরিপ্রেক্ষিতে খণ্ডঘোষ ব্লক দফতর থেকে গত বছর 25 শে জুনের মধ্যে শশঙ্গা পঞ্চায়েতকে শ্রমিকদের অতিরিক্ত মজুরি ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল।

কিন্তু ওই একবারই। তারপর আর কোন বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়নি ব্লক প্রশাসন বা জেলা প্রসাশনের পক্ষ থেকে। কিন্তু এবার কেন্দ্রের বিশেষ অডিট দল আসার খবর পেয়ে জেলা প্রশাসন থেকে শশঙ্গা পঞ্চায়েতে নির্দেশ গেছে টাকা ফেরতের। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রকল্পের কর্তারা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, টাকা ফেরতের বিষয়টি যদি দ্রুত নিষ্পত্তি না হয়, তাহলে পরবর্তীতে 100 দিনের কাজের মজুরি টাকা আটকে দেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে শশঙ্গা পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এভাবে শ্রমিকদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া যাবেনা। তাই কেন্দ্রীয় দল যে কাজে অনিয়মের রিপোর্ট এনেছেন, সেই কাজই বিনা পারিশ্রমিকে করে দেবে শ্রমিকরা। যথারীতি তাহলে নিয়মবহির্ভূত কাজ বলে আর কিছু থাকবেনা  বলে দাবী করা হচ্ছে। সূত্রের খবর, গ্রামোন্নয়ন দপ্তরের রিপোর্টে শশঙ্গা পঞ্চায়েতে খেলার মাঠ, সেচ খাল সংস্কার, দামোদরের বাঁধের কাজে অনিয়ম হয়েছে বলে জানা গেছে।

অতএব ওইসব প্রকল্পের টাকা ফেরত চেয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মাঠ সংস্কারের ক্ষেত্রে শশঙ্গা পঞ্চায়েত যা বলেছিল কাজের হিসেব, বাস্তবে তা মেলেনি। সেই পরিপ্রেক্ষিতে 4 লক্ষ 25 হাজার টাকা ফেরত চায় কেন্দ্রীয় দপ্তর। অন্যদিকে শশঙ্গা ছাড়াও ভাতার, আউসগ্রাম 2 ব্লকের বেশ কয়েকটি কাজে অনিয়ম হয়েছে বলে পরিদর্শকরা জানিয়েছিলেন। তবে সে কথা অবশ্য পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সম্পূর্ণরূপে অস্বীকার করেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে জেলাশাসক জানিয়েছেন, তিনি সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি পাঠিয়ে পুরো ব্যাপারটি সবিস্তারে বর্ণনা করেছেন।। বিশেষজ্ঞদের মতে, 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে এবার যেভাবে কেন্দ্রের বিশেষ দল রাজ্যে এসে সরেজমিনে তদন্ত করতে চলেছে, তা নিঃসন্দেহে একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারকে যথেষ্ট অস্বস্তির মুখে দাঁড় করালো। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূল শিবির শুদ্ধিকরণ শুরু করেছে দুর্নীতিকে দূরে সরিয়ে রাখতে। তবে তা কেন্দ্রের বিশেষ অডিট দলকে খুশি করতে পারবে কিনা জানা নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!