এখন পড়ছেন
হোম > জাতীয় > 100 দিনের কাজে বারেবারে প্রথম হয়েও শান্তি নেই মমতার! এবার পড়তে চলেছেন বিশেষ অডিট টিমের সামনে!

100 দিনের কাজে বারেবারে প্রথম হয়েও শান্তি নেই মমতার! এবার পড়তে চলেছেন বিশেষ অডিট টিমের সামনে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে রাজ্যে ক্ষমতায় আসার পরেই নানা সময়ে 100 দিনের কাজে সারা দেশের মধ্যে প্রথম স্থান দখল করতে দেখা গেছে পশ্চিমবঙ্গকে। রাজ্য সরকারের এই সাফল্যের কথা তুলে ধরে কেন্দ্রের বিমাতৃসুলভ আচারণ সত্ত্বেও রাজ্য নিজের লক্ষ্যে এগিয়ে চলেছে বলে দাবি করেছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে 100 দিনের কাজে রাজ্যের এই ধারাবাহিক সাফল্য নিঃসন্দেহে খুশি করেছে রাজ্যবাসীকে। কিন্তু পরপর 100 দিনের কাজে সারা দেশের মধ্যে বাংলা প্রথম স্থান অধিকার করলেও, এবার সেই কাজের অডিট করতে দিল্লি থেকে আসতে চলেছে বিশেষ কেন্দ্রীয় দল।

সূত্রের খবর আগামী দশই আগস্ট কেন্দ্রের তরফ থেকে আসা একটি প্রতিনিধিদলের জলপাইগুড়িতে যাওয়ার কথা সেখানেই চারদিন ধরে গত 5 আর্থিক বছরের 100 দিনের প্রকল্পের হিসেব পরীক্ষা করবেন তারা। জানা গেছে জলপাইগুড়ি পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া 224 পরগনা এবং মুশিদাবাদের মতো বেশ কিছু জেলায় কেন্দ্রের তরফ থেকেই প্রতিনিধি দল পাঠানো হতে পারে। কিন্তু কেন এই প্রতিনিধিদল রাজ্যে আসছে? অনেকে বলছেন, বছরের মধ্যে একবার করে 100 দিনের কাজের তদারকি করতে সোশ্যাল অডিট টিম প্রতিবছরই রাজ্যে আসে‌।

কিন্তু সেখানে রাজ্যের প্রতিনিধিরাও থাকেন। তবে এবার কেন্দ্রের বিশেষ অডিট টিম আসতে চলেছে। যা নিঃসন্দেহে গুঞ্জন তৈরি করেছে প্রশাসনের অন্দরমহলে। ইতিমধ্যেই 100 দিনের প্রকল্পের কাজের সমস্ত রশিদ, ক্যাশবুক জলপাইগুড়ির প্রতিটি গ্রাম পঞ্চায়েতে রাখতে বলা হয়েছে। যে প্রকল্পগুলোর কাজ চলছে, সেগুলোর যাতে বিবরণ সহ বোর্ডে টাঙ্গানো থাকে, তাও নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ করে কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ অডিট টিম পাঠানো হচ্ছে কেন? একাংশ বলছেন যেভাবে রাজ্য একের পর এক 100 দিনের কাজে সাফল্যের নজির রেখেছে, তাতে কেন্দ্র এই ব্যাপারে কিছুটা হলেও সন্দিহান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই তারা বিশেষ অডিট টিম পাঠিয়ে দেখে নিতে চাইছে যে আদৌ রাজ্য সরকার যে পরিমাণ কাজের দাবি করছে, তা হয়েছে কিনা। এদিন এই প্রসঙ্গে রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় দল আসুক। দেখেও যাক। আমরা যা করেছি সব আইন মেনে। আইনে বলা আছে, কাজ চাইলে কাজ দিতে হবে। 15 দিনের মধ্যে কাজ দিতে না পারলে তার জন্য আলাদা ভাতা দিতে হবে। এই সময় কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন। তারা কাজ চাইছেন। তাই কাজ তো বেশি হবেই।”

বিশেষজ্ঞরা বলছেন, এখন মাঝে মধ্যেই রাজ্যে কোনো ঘটনা ঘটলেই কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। কিছুদিন আগেই ভয়াবহ দুর্যোগের পর গোটা পরিস্থিতি তদারকি করতে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। আর এবার 100 দিনের কাজের ব্যাপারে সঠিক তথ্য নিতে কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ অডিট টিম পাঠানোর উদ্যোগ নয়া গুঞ্জনের সৃষ্টি করল। তবে কেন্দ্রের এই প্রতিনিধিদল রাজ্যে এসে 100 দিনের কাজের ব্যাপারে রাজ্যকে প্রশংসিত করে, নাকি কোনো বিশেষ তথ্য নিয়ে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!