এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এবার ১০০ দিনের কাজের দুর্নীতিতে নাম জড়িয়ে গেল বিজেপির? এই বাংলার বুকেই? শুরু তীব্র চাঞ্চল্য

এবার ১০০ দিনের কাজের দুর্নীতিতে নাম জড়িয়ে গেল বিজেপির? এই বাংলার বুকেই? শুরু তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় ভারতীয় জনতা পার্টিকে। কখনো ত্রাণ বিলিতে দুর্নীতির অভিযোগ, আবার কখনও বা 100 দিনের কাজে অনিয়মের অভিযোগ তুলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেয় পদ্ম শিবিরের নেতারা। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ ক্রমশ বাড়তে শুরু করেছে‌। তবে এবার ঠিক উল্টো ঘটনা ঘটল রাজ্যে। যেখানে ভুয়ো নাম যুক্ত করে 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল বিজেপির তিন সদস্যের বিরুদ্ধে। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গেছে, আলিপুরদুয়ার 2 ব্লকের চাপরেরপাড় 2 গ্রাম পঞ্চায়েতে জব কার্ডের মাধ্যমে কয়েক লক্ষ টাকা লোপাট করা হয়েছে। আর এই টাকা তুলে নেওয়া হয়েছে 100 দিনের কাজের মাসটার রোল বের করে বলে অভিযোগ। এদিন পশ্চিম বড়চৌকি, গোলাবাড়ি বাজারের বাসিন্দারা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানের কাছে এই ব্যাপারে লিখিত অভিযোগ জানান। আর তার জেরেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

একাংশের অভিযোগ, চাপরের পাড় 2 গ্রাম পঞ্চায়েতের 100 দিনের কাজের মাস্টার রোলের তিনটি বুথে যে 6 জন লোকের নাম রাখা হয়েছে, তাদের কোনো বাস্তবে হদিস নেই। ফলে এক্ষেত্রে ব্যাপক দুর্নীতির আশঙ্কা করা হচ্ছে। আর এই গোটা ঘটনাতে বিজেপির দিকে অভিযোগের আঙুল ওঠায় এখন বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতির অভিযোগে ব্যাপক অস্বস্তিতে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

এদিন এই প্রসঙ্গে চাপরেরপাড় 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ দাস বলেন, “বোর্ডকে কালিমালিপ্ত করার জন্য বিজেপির 3 পঞ্চায়েত সদস্য পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে।” অন্যদিকে এই ব্যাপারে আলিপুরদুয়ার 2 তৃণমূল অঞ্চল সভাপতি অমূল্য চন্দ্র রায় বলেন, “গরিব মানুষের টাকা আত্মসাৎ করা হয়েছে। আমরা চাই গোটা ঘটনার তদন্ত হোক। অভিযোগ প্রমাণিত হলে ওই তিন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রশাসনকে নিতে বলব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা কি সত্যি? এতদিন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হত। কিন্তু এবার তাদের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করা যে অভিযোগ উঠল, তাতে তো তাদের ভাবমূর্তি অনেকটাই ক্ষুন্ন হল!এদিন এই প্রসঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের 12/236 বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য নিলিমা বর্মন বলেন, “ঘটনার অবশ্যই তদন্ত হোক। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে নেব। আর অভিযোগ প্রমাণিত না হলে যারা এসব করছেন, তাদের বিরুদ্ধে আইনি পথে হাঁটব।”

অন্যদিকে আরেক বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য ঝড়ু বর্মন বলেন, “মিথ্যা অভিযোগ নিয়ে আসা হয়েছে। সঠিকভাবে তদন্ত না হলে আমরাও আন্দোলন নামব।” একইভাবে 6 নম্বর মন্ডল বিজেপির যুব মোর্চার সভাপতি বিপ্লব বর্মন বলেন, “অত টাকা কোথায় গেল, তা খুঁজে বের করার দাবি আমরাও করছি।” বিশেষজ্ঞরা বলছেন, তদন্তের ফলে গোটা ঘটনায় আসল তথ্য বেরিয়ে আসবে। কিন্তু যেভাবে 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করা নিয়ে বিজেপির দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করল, তাতে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!