এখন পড়ছেন
হোম > রাজনীতি > 100 দিনের কাজের সবথেকে দুর্নীতি, মমতা সরকারের অস্বস্তি বাড়ালেন শুভেন্দু!

100 দিনের কাজের সবথেকে দুর্নীতি, মমতা সরকারের অস্বস্তি বাড়ালেন শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে 100 দিনের কাজের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পাল্টা বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, 100 দিনের কাজে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। আর সেই কারণেই কেন্দ্র গোটা ব্যবস্থা দেখে তারপরে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। আর এই পরিস্থিতিতে 100 দিনের কাজে যে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি দুর্নীতি হচ্ছে, সেই তথ্য তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী‌। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন ব্যারাকপুরে একটি দলীয় বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেন, “100 দিনের কাজে সবথেকে বেশি দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে। এখানে জেসিপি দিয়ে কাজ করা হয় আর তৃণমূল নেতারা 100 দিনের কাজের টাকা নিয়ে নেন। এই ভয়াবহ দুর্নীতির তদন্ত হওয়া দরকার।”

বিশেষজ্ঞদের মতে, এই কথা বলে কার্যত রাজ্য প্রশাসনকে আরও চাপের মুখে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!