এখন পড়ছেন
হোম > জাতীয় > 10 টাকায় ভরপেট খাবার! বিধানসভার আগে রাজ্যজুড়ে ঝড় তুলতে মোদীর নামে বিশাল পদক্ষেপ বিজেপির!

10 টাকায় ভরপেট খাবার! বিধানসভার আগে রাজ্যজুড়ে ঝড় তুলতে মোদীর নামে বিশাল পদক্ষেপ বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে জনতা জনার্দনের মন পেতে চমকপ্রদ উদ্যোগ নিতে দেখা যায় বিভিন্ন রাজনৈতিক দলকে। মানুষকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন অভিনব কর্মসূচি পালন করে নানা রাজনৈতিক দল। এক্ষেত্রে ক্ষমতা দখল তাদের কাছে প্রধান লক্ষ্য হওয়ার জন্য অনেক ক্ষেত্রে তাদের কর্মসূচির ফলে লাভবান হন জনতা জনার্দন। সামনেই তামিলনাড়ু বিধানসভার নির্বাচন। তার আগে এবার বিজেপির পক্ষ থেকে নেওয়া হল অভিনব কর্মসূচি। যেখানে তামিলনাডুর জনসাধারণের মন পেতে রাজ্য বিজেপির পক্ষ থেকে নতুন এক কর্মসূচি চালু করা হয়েছে‌। যার নাম দেওয়া হয়েছে “মোদী ইডলি”।

কিন্তু ঠিক কেমন এই কর্মসূচি? জানা গেছে, তামিলনাডুর সালেমে মাত্র 10 টাকায় 4 টি ইডলির সঙ্গে সাম্বার একটি প্যাকেট দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই তার জন্য বিভিন্ন এলাকা জুড়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। অর্থাৎ ইডলি এবং সাম্বা 10 টাকায় মানুষের কাছে পৌঁছে দিয়ে জনসাধারণের সমর্থন পেতে উদ্যোগী ভারতীয় জনতা পার্টি। জানা গেছে, প্রাথমিক ভাবে এই খাবার তৈরীর জন্য 22 টি দোকান খোলা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র 15 টাকায় তিন বেলা ভরপেট খাবার দাবারের বন্দোবস্ত আম্মা ক্যান্টিনের মধ্যে দিয়ে অনেক দিন আগেই চালু করা হয়েছিল তামিলনাড়ুতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সম্প্রতি তা বন্ধ হয়ে গিয়েছে। আর এই সুযোগে আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তামিলনাড়ুর মানুষের মন পেতে বিজেপির পক্ষ থেকে 10 টাকায় ইডলি এবং সাম্বার প্যাকেট মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ অনেকটাই কাজে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে একাংশের মতে, তামিলনাড়ুতে ইডলি খুব একটা মহার্ঘ নয়। তাই এক্ষেত্রে বিজেপির এই কর্মসূচি কতটা গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তবে ইডলি পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে যেভাবে নরেন্দ্র মোদির নামকে ব্যবহৃত করে বিজেপি তাদের সংগঠনের প্রচার করতে ব্যস্ত হয়ে পড়েছে, তাতে বিধানসভা নির্বাচনের আগে যদি তারা এই প্রচারে বাজিমাত করতে পারে, তাহলে ভোটব্যাংকে সমর্থনের দিক থেকে তারা অনেকটাই এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন মানুষের মুখে খাবার তুলে দিতে বিজেপির এই কর্মসূচি কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!