এখন পড়ছেন
হোম > অন্যান্য > দশম শ্রেণী পাশ? তাতেই পেতে পারেন কেন্দ্রীয় সরকারের একাধিক চাকরি! দেরি না করে জেনে নিন বিস্তারিত

দশম শ্রেণী পাশ? তাতেই পেতে পারেন কেন্দ্রীয় সরকারের একাধিক চাকরি! দেরি না করে জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের পর ভারতের চাকরির বাজার ফেরাতে সরকারের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছিল অনেক ক্ষেত্রেই। আর এরই মধ্যে নতুন বছরে অনেক সরকারি চাকরির ফর্ম ফিলাপ শুরু হয়েছে। কিছুদিন আগেই ভারতীয় রেল, এসএসসি থেকে শুরু করে একাধিক নিয়োগের পরীক্ষাও শুরু হয়েছে। আর সেখানেই কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরির ক্ষেত্রে এসেছে নতুন সুযোগ। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারতীয় ডাক পরিষেবা নিয়ে এসেছে চাকরির সুযোগ।

আর উভয় ক্ষেত্রেই দশম শ্রেণী পাশ হলেই আপনি পেতে পারেন চাকরির সুযোগ। সেক্ষেত্রে প্রথমে দেখে নেওয়া যাক আরবিআই এর বিজ্ঞপ্তির বিবরণ। আরবিআই এর তরফে জানানো হয়েছে, তারা ২০০- বেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে সেক্ষেত্রে এক্স-সার্ভিসম্যান প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদনকারীরা দশম শ্রেণি পাশ হলেই চাকরির জন্য আবেদন করতে পারেন।

আবেদন করার মাধ্যম:- জানানো হয়েছে আবেদনকারীদের আবেদন করতে হবে অনলাইনে। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, rbi.org.in-তে আবেদন করতে পারবেন। এছাড়া এই নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বাকি তথ্যের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে বলেও জানান হয়েছে। আবেদনের শেষ তারিখ আগামী ১২ই ফেব্রুয়ারি।

চাকরির বিবরণ:- মোট শূন্যপদের সংখ্যা ২৪১টি। সিকিওরিটি গার্ড হিসেবে নিয়োগ করা হবে। ১০,৯৪০ টাকা থেকে ২৩,৭০০ টাকা বেতন পেতে পারেন। ২০২১ সালের ১ জানুয়ারি পর্যন্ত প্রার্থীর সাধারণ বয়সসীমা ২৫-এর মধ্যে। সেইসঙ্গে ভারতের যে কোনও জায়গায় পোস্টিং হতে পারে। নিয়োগের ক্ষেত্রে চাকরির জন্য পরীক্ষা দিতে হবে। ফেব্রুয়ারি বা মার্চে অনলাইন পরীক্ষা হতে পারে। এরপর মেধাতালিকা অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশে এবং দিল্লি পোস্টাল সার্কেলে নিয়োগ করা হবে বলে জানান হয়েছে। এক্ষেত্রেও আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী দশম শ্রেণী পাশ হলেই আপনি আবেদন করতে পারেন। তিনটি সার্কেলে মোট ৩,৬৭৯ জনকে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে বলে জানান হয়েছে।

আবেদন প্রক্রিয়া:– আগ্রহী প্রার্থীদের ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইটে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সেক্ষেত্রে appost.in সাইটে গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন ছাড়াও অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে ফি শুধুমাত্র হেড পোস্ট অফিসে জমা দিতে হবে। আবেদন ফি এর ক্ষেত্রে অসংরক্ষিত বা অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ১০০ টাকা দিতে হবে। তবে সমস্ত মহিলা, তফসিলি জাতি ও উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

চাকরির বিবরণ:- গ্রামীণ ডাক সেবক বা জিডিএস পদে ৩,৬৭৯ জনকে ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিসট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনুমোদিত যেকোনও বোর্ড থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার শংসাপত্র দেখাতে হবে। এছাড়া অঙ্ক, স্থানীয় ভাষা এবং ইংরেজিতে পাশ করতে হবে। এছাড়া রাজ্য বা কেন্দ্র স্বীকৃত যেকোন বোর্ড থেকে ৬০ দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট লাগবে বলে জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!