এখন পড়ছেন
হোম > অন্যান্য > দশম শ্রেণী পাসেই মিলবে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রেলের চাকরি! চাকরিপ্রার্থীদের জন্য রইল একাধিক চাকরির খবর।

দশম শ্রেণী পাসেই মিলবে কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রেলের চাকরি! চাকরিপ্রার্থীদের জন্য রইল একাধিক চাকরির খবর।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রেল থেকে কেন্দ্রীয় সরকারের অধীনে এবার চাকরির সুখবর নিয়ে হাজির হল একাধিক নিয়োগের খবর। জানা গেছে, কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নেহরু যুব কেন্দ্র সংগঠন। সেইসঙ্গে রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গেছে।

নেহরু যুব কেন্দ্র সংগঠনের বিবরণ:-

নেহরু যুব কেন্দ্র সংগঠন ‘ন্যাশনাল ইয়ুথ কর্পস’ প্রকল্পের আওতায় দেশজুড়ে ১৩,২০৬ জন স্বেচ্ছাসেবককে নিয়োগ করবে বলে জানা গেছে। প্রতিটি কেন্দ্রে কমবেশি দু’জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে বলেও জানান হয়েছে। চাকরির মেয়াদ সেক্ষেত্রে আপাতত এক বছর। চাকরির সময়সীমা আগামী ১ এপ্রিল থেকে শুরু করে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত চলবে বলে জানান হয়েছে। তবে সেক্ষেত্রে দ্বিতীয় বছরেও নিয়োগ করা হতে পারে বলে জানা গেছে।

আবেদনের প্রক্রিয়া:- আবেদন করতে ইচ্ছুক প্রার্থীকে এনওয়াইকেএসের অফিসিয়াল ওয়েবসাইট nyks.nic.in-তে আবেদন করতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে জানান হয়েছে।

পরীক্ষার সময়:- ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে ইন্টারভিউয়ের সময় হিসেবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত করা হয়েছে। ১৫ মার্চ ফলাফল জানানো হবে বলে জানা গেছে।

মাসিক ভাতা:- প্রতিটি নিয়োগকারী ব্যক্তিকে মাসিক ৫,০০০ টাকা হিসেবে ভাতা দেওয়া হবে। নিযুক্ত স্বেচ্ছাসেবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরাসরি টাকা পাঠানো হবে।

বয়সসীমা:- চলতি বছরের ১লা এপ্রিল অনুযায়ী আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারী ব্যক্তিকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। এছাড়া এনওয়াইকেএস অনুমোদিত ইয়ুথ ক্লাবের সদস্য হলে অগ্রাধিকার পাওয়া যাবে। প্রতি আবেদনকারীকে এনওয়াইকেএসের কোর্স সম্পূর্ণ করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রেলে নিয়োগের বিবরণ:-

মধ্য রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে। আগ্রহী প্রার্থীরা rrccr.com সাইটে গিয়ে আবেদন করতে পারবেন বলে জানান হয়েছে। আবেদনকারীরা ৫ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীদের আবেদনের জন্য ১০০ টাকা ফি দিতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না বলেই জানা গেছে।

শূন্য পদ:- মোট ২,৫৩২ পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে। এর মধ্যে মুম্বই ক্লাস্টারে ১,৭৬৭ জনকে নিয়োগ করা হবে। এছাড়া ভুসাউল, পুণে, নাগপুর এবং সোলাপুরে যথাক্রমে ৪২০, ১৫২, ১১৪ এবং ৭৯ জন নিয়োগ করার কথা জানানো হয়েছে।

বয়সসীমা :- আবেদনকারী প্রার্থীর বয়স চলতি বছরের ১লা জানুয়ারি অনুযায়ী, নূন্যতম ১৫ বছর হতে হবে। আর সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। তবে তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় ৩ বছর ছাড় দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চসীমায় ১০ বছরের ছাড় দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারী প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। সেইসঙ্গে এই কাজের জন্য ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!