এখন পড়ছেন
হোম > রাজ্য > উপনির্বাচন লাইভ: গুজরাট, উত্তর ও মধ্যপ্রদেশের পাশাপাশি পদ্ম ফুটছে মনিপুর থেকে তেলঙ্গানাতেও

উপনির্বাচন লাইভ: গুজরাট, উত্তর ও মধ্যপ্রদেশের পাশাপাশি পদ্ম ফুটছে মনিপুর থেকে তেলঙ্গানাতেও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা সাধারণ নির্বাচনের পাশাপাশি দেশের আরও ১১ টি রাজ্যের ৫৬ টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা চলছে আজ। যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশ। কেননা এই উপনির্বাচনে ভরাডুবি মানেই পরে যেতে পারে সেখানকার বিজেপি শাসিত রাজ্য সরকার। আসুন একনজরে দেখে নেওয়া যাক এই ১১ টি রাজ্যের উপনির্বাচনে ঠিক কি ফল হচ্ছে –

১. ছত্তিসগড় (মোট আসন – ১ টি)
মারওয়াহি – কংগ্রেস 19759 ভোটে এগিয়ে

২. গুজরাট (মোট আসন – ৮ টি)
আবদাসা – বিজেপি 21782 ভোটে এগিয়ে
লিম্বড়ি – বিজেপি 24556 ভোটে এগিয়ে
মোড়বি – বিজেপি 1591 ভোটে এগিয়ে
ধাড়ি – বিজেপি 6902 ভোটে এগিয়ে
গাধাড়া – বিজেপি 13319 ভোটে এগিয়ে
কর্জন – বিজেপি 8071 ভোটে এগিয়ে
ডাঙ্গস – বিজেপি 24782 ভোটে এগিয়ে
কাপরাড়া – বিজেপি 20941 ভোটে এগিয়ে

৩. হরিয়ানা (মোট আসন – ১ টি)
বরোদা – কংগ্রেস 10330 ভোটে এগিয়ে

৪. ঝাড়খন্ড (মোট আসন – ২ টি)
দুমকা – বিজেপি 1234 ভোটে এগিয়ে
বারমো – কংগ্রেস 9423 ভোটে এগিয়ে

৫. কর্ণাটক (মোট আসন – ২ টি)
সিরা – বিজেপি 1765 ভোটে এগিয়ে
রাজারাজেশ্বরীনগর – বিজেপি 38288 ভোটে এগিয়ে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. মনিপুর (মোট আসন – ৫ টি)
ওয়াঙ্গই – বিজেপি 257 ভোটে জয়ী
লিলং – নির্দল 3078 ভোটে এগিয়ে
ওয়াংজিং টেন্থা – বিজেপি 1560 ভোটে এগিয়ে
সাইতু – বিজেপি 2799 ভোটে এগিয়ে
সিঙ্ঘাট – বিজেপি জয়ী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

৭. নাগাল্যান্ড (মোট আসন – ২ টি)
সাউদার্ন অঙ্গামি-১ – নির্দল 43 ভোটে এগিয়ে
পুংর কিফিরে – নির্দল 1416 ভোটে এগিয়ে

৮. ওড়িশা (মোট আসন – ২ টি)
বালাসোর – বিজেডি 2467 ভোটে এগিয়ে
তির্তল – বিজেডি 10736 ভোটে এগিয়ে

৯. তেলেঙ্গানা (মোট আসন – ১ টি)
দুব্বাক – বিজেপি 4190 ভোটে এগিয়ে

১০. উত্তরপ্রদেশ (মোট আসন – ৭ টি)
নওগাঁ সদর – বিজেপি 949 ভোটে এগিয়ে
বুলন্দশহর – বিজেপি 7520 ভোটে এগিয়ে
টুন্ডলা – বিজেপি 4299 ভোটে এগিয়ে
বাঙ্গেরমৌ – বিজেপি 13279 ভোটে এগিয়ে
ঘটমপুর – বিজেপি 2360 ভোটে এগিয়ে
দেওরিয়া – বিজেপি 5075 ভোটে এগিয়ে
মালহানি – নির্দল 397 ভোটে এগিয়ে

১১. মধ্যপ্রদেশ (মোট আসন – ২৮ টি)
সুমাওলি – কংগ্রেস 13505 ভোটে এগিয়ে
মোরেনা – বসপা 6233 ভোটে এগিয়ে
দিমানি – কংগ্রেস 7054 ভোটে এগিয়ে
অম্বা – কংগ্রেস 549 ভোটে এগিয়ে
মেহগাঁও – বিজেপি 2739 ভোটে এগিয়ে
গোহাড় – কংগ্রেস 5187 ভোটে এগিয়ে
গোয়ালিয়র – বিজেপি 5051 ভোটে এগিয়ে
গোয়ালিয়র-পূর্ব – বিজেপি 1973 ভোটে এগিয়ে
দাবড়া – বিজেপি 2336 ভোটে এগিয়ে
ভাণ্ডার – বিজেপি 641 ভোটে এগিয়ে

করেরা – কংগ্রেস 6860 ভোটে এগিয়ে
পহারি – বিজেপি 1472 ভোটে এগিয়ে
বামোরি – বিজেপি 23396 ভোটে এগিয়ে
অশোকনগর – বিজেপি 9130 ভোটে এগিয়ে
মুঙ্গাঅলি – বিজেপি 7900 ভোটে এগিয়ে
সুরখি – বিজেপি 9668 ভোটে এগিয়ে
মালহারা – বিজেপি 2740 ভোটে এগিয়ে
অনুপপুর – বিজেপি 13596 ভোটে এগিয়ে
সাঁচি – বিজেপি 29042 ভোটে এগিয়ে
বিয়াওরা – কংগ্রেস 7784 ভোটে এগিয়ে

আগার – কংগ্রেস 1116 ভোটে এগিয়ে
হাতপিপলিয়া – বিজেপি 7225 ভোটে এগিয়ে
মান্ধাতা – বিজেপি 18948 ভোটে এগিয়ে
নেপানগর – বিজেপি 16096 ভোটে এগিয়ে
বদনাওয়ার – বিজেপি 23056 ভোটে এগিয়ে
সানওয়ের – বিজেপি 12716 ভোটে এগিয়ে
সুয়াস্রা – বিজেপি 15758 ভোটে এগিয়ে
জাউড়া – বিজেপি 10949 ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!