এখন পড়ছেন
হোম > জাতীয় > ১১ রাজ্যের উপনির্বাচন রেজাল্ট লাইভ ১১:৩০: গেরুয়া ঝড়ে তছনছ বিরোধীরা, কোন আসনে কে কতটা এগিয়ে

১১ রাজ্যের উপনির্বাচন রেজাল্ট লাইভ ১১:৩০: গেরুয়া ঝড়ে তছনছ বিরোধীরা, কোন আসনে কে কতটা এগিয়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা সাধারণ নির্বাচনের পাশাপাশি দেশের আরও ১১ টি রাজ্যের ৫৬ টি বিধানসভা আসনের উপনির্বাচনের ভোটগণনা চলছে আজ। যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ মধ্যপ্রদেশ। কেননা এই উপনির্বাচনে ভরাডুবি মানেই পরে যেতে পারে সেখানকার বিজেপি শাসিত রাজ্য সরকার। আসুন একনজরে দেখে নেওয়া যাক এই ১১ টি রাজ্যের উপনির্বাচনে ঠিক কি ফল হচ্ছে –

১. ছত্তিসগড় (মোট আসন – ১ টি)
মারওয়াহি – কংগ্রেস ৬,৪৩৭ ভোটে এগিয়ে

২. গুজরাট (মোট আসন – ৮ টি)
আবদাসা – বিজেপি ৭,৭৭২ ভোটে এগিয়ে
লিম্বড়ি – বিজেপি ১৫,২৪১ ভোটে এগিয়ে
মোড়বি – কংগ্রেস ১,৩৯৫ ভোটে এগিয়ে
ধাড়ি – বিজেপি ২,০২১ ভোটে এগিয়ে
গাধাড়া – বিজেপি ৫,১৯৭ ভোটে এগিয়ে
কর্জন – বিজেপি ৪,০১১ ভোটে এগিয়ে
ডাঙ্গস – বিজেপি ৯,৮৭৫ ভোটে এগিয়ে
কাপরাড়া – বিজেপি ৬,৩২৪ ভোটে এগিয়ে

৩. হরিয়ানা (মোট আসন – ১ টি)
বরোদা – কংগ্রেস ২,৮৪৩ ভোটে এগিয়ে

৪. ঝাড়খন্ড (মোট আসন – ২ টি)
দুমকা – বিজেপি ৯,৩৮১ ভোটে এগিয়ে
বারমো – বিজেপি ৫৩২ ভোটে এগিয়ে

৫. কর্ণাটক (মোট আসন – ২ টি)
সিরা – বিজেপি ১,৪৮৮ ভোটে এগিয়ে
রাজারাজেশ্বরীনগর – বিজেপি ২২,৬৭৭ ভোটে এগিয়ে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. মনিপুর (মোট আসন – ৫ টি)
ওয়াঙ্গই – বিজেপি ৭৭৭ ভোটে এগিয়ে
লিলং – নির্দল ১,৯৯২ ভোটে এগিয়ে
ওয়াংজিং টেন্থা – কংগ্রেস ৬৭৫ ভোটে এগিয়ে
সাইতু – বিজেপি ১,৮২৭ ভোটে এগিয়ে
সিঙ্ঘাট – বিজেপি জয়ী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)

৭. নাগাল্যান্ড (মোট আসন – ২ টি)
সাউদার্ন অঙ্গামি-১ – নির্দল ৯২২ ভোটে এগিয়ে
পুংর কিফিরে – নির্দল ২,৬৩৩ ভোটে এগিয়ে

৮. ওড়িশা (মোট আসন – ২ টি)
বালাসোর – বিজেডি ১,০৫৪ ভোটে এগিয়ে
তির্তল – বিজেডি ৪,৪৪৫ ভোটে এগিয়ে

৯. তেলেঙ্গানা (মোট আসন – ১ টি)
দুব্বাক – বিজেপি ২,৬৮৪ ভোটে এগিয়ে

১০. উত্তরপ্রদেশ (মোট আসন – ৭ টি)
নওগাঁ সদর – সমাজবাদী পার্টি ৪,০২৮ ভোটে এগিয়ে
বুলন্দশহর – বিজেপি ৩,৭২৫ ভোটে এগিয়ে
টুন্ডলা – বিজেপি ২,৮৯০ ভোটে এগিয়ে
বাঙ্গেরমৌ – বিজেপি ৭,২৩০ ভোটে এগিয়ে
ঘটমপুর – বিজেপি ৮০৭ ভোটে এগিয়ে
দেওরিয়া – বিজেপি ২,৪০৩ ভোটে এগিয়ে
মালহানি – নির্দল ১,২৩৬ ভোটে এগিয়ে

১১. মধ্যপ্রদেশ (মোট আসন – ২৮ টি)
সুমাওলি – কংগ্রেস ২,৮২৫ ভোটে এগিয়ে
মোরেনা – বসপা ২,৪৭৫ ভোটে এগিয়ে
দিমানি – কংগ্রেস ৪,৭৯৩ ভোটে এগিয়ে
অম্বা – কংগ্রেস ১৬১ ভোটে এগিয়ে
মেহগাঁও – কংগ্রেস ৯৯৮ ভোটে এগিয়ে
গোহাড় – কংগ্রেস ১,৯৭৯ ভোটে এগিয়ে
গোয়ালিয়র – বিজেপি ১,২২৫ ভোটে এগিয়ে
গোয়ালিয়র-পূর্ব – বিজেপি ১,৪২১ ভোটে এগিয়ে
দাবড়া – বিজেপি ৩১২ ভোটে এগিয়ে
ভাণ্ডার – কংগ্রেস ১,৪৩৭ ভোটে এগিয়ে

করেরা – কংগ্রেস ১,১০১ ভোটে এগিয়ে
পহারি –
বামোরি – বিজেপি ৪,৪২৯ ভোটে এগিয়ে
অশোকনগর – বিজেপি ৪,৯৯২ ভোটে এগিয়ে
মুঙ্গাঅলি – বিজেপি ৬,২০১ ভোটে এগিয়ে
সুরখি – বিজেপি ৭,০৭১ ভোটে এগিয়ে
মালহারা – বিজেপি ১,৭২৯ ভোটে এগিয়ে
অনুপপুর – বিজেপি ৪,৩৫১ ভোটে এগিয়ে
সাঁচি – বিজেপি ৭,৩২২ ভোটে এগিয়ে
বিয়াওরা – কংগ্রেস ৯,৬৬২ ভোটে এগিয়ে

আগার – কংগ্রেস ৭২৩ ভোটে এগিয়ে
হাতপিপলিয়া – বিজেপি ১,৭৩২ ভোটে এগিয়ে
মান্ধাতা – বিজেপি ৮,০৯৩ ভোটে এগিয়ে
নেপানগর – বিজেপি ৮,৯৪১ ভোটে এগিয়ে
বদনাওয়ার – বিজেপি ১৬,৯৮৬ ভোটে এগিয়ে
সানওয়ের – বিজেপি ৮,২৩৮ ভোটে এগিয়ে
সুয়াস্রা – বিজেপি ৩,২১২ ভোটে এগিয়ে
জাউড়া – বিজেপি ২,১৬৭ ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!