এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > 12 কোটি তছরুপের অভিযোগে এবার পুলিশের নজরে হেভিওয়েট বিজেপি নেতার ভাইপো! বাড়ছে জল্পনা

12 কোটি তছরুপের অভিযোগে এবার পুলিশের নজরে হেভিওয়েট বিজেপি নেতার ভাইপো! বাড়ছে জল্পনা


রাজনীতিতে দুর্নীতি নামক শব্দটা কোনোকালেই হয়ত উঠবে না। কখনও শাসকের পক্ষ থেকে বিরোধীদের উদ্দেশ্য করে, আবার কখনও বা বিরোধীদের পক্ষ থেকে শাসককে উদ্দেশ্য করে দুর্নীতিকে প্রধান ইস্যু করতে দেখা যায়। এবার সমবায় ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের ভাইপো সঞ্জীব সিংহ এবং তার স্ত্রীকে হাজিরার নোটিশ ধরাল পুলিশ। যে ঘটনায় এখন তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এতে মোট 12 কোটি টাকার অনিয়ম নজরে এসেছে। যেখানে একটি ব্যাংক থেকে বেশ কয়েকজন কাজের জন্য ঋণ নেওয়া সত্ত্বেও, তা শোধ করেননি। শুধু তাই নয়, যে কাজের জন্য এই ঋণ নেওয়া হয়েছে, সেই কাজেরও বাস্তবে কোনো অস্তিত্ব দেখা যায়নি। আর এতেই দুর্নীতির গন্ধ পেয়েছে প্রশাসন। জানা গেছে, এই সমবায় ব্যাংক নিয়ে তৃণমূল নেতা সোমনাথ শ্যাম ব্যারাকপুর কমিশনারেটের অপরাধদমন শাখায় একটি অভিযোগ দায়ের করেন।

আর তারপরেই অর্জুন সিংহের ভাইপো সঞ্জীব সিং এবং তার স্ত্রীকে এবার এই ব্যাপারে হাজিরা দেওয়ার নির্দেশ দিল পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার অজয় ঠাকুরের নেতৃত্বে পুলিশের একটি দল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাসভবন মজদুর ভবনে যায়। জানা যায়, সেখানে অর্জুন সিংহের ভাইপো এবং তার স্ত্রী ছিলেন। তাঁদের দু’জনকেই দুটি নোটিশ ধরানো হয়। যেখানে তিন দিনের মধ্যে তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর যেখানে বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত সারদা থেকে নারদা বিভিন্ন ইস্যুতে তৃণমূল সরকারকে কটাক্ষ করা হচ্ছে, সেখানে ব্যারাকপুরের বিজেপি সাংসদ এবং তার স্ত্রীকে এভাবে পুলিশের পক্ষ থেকে হাজিরার নির্দেশ দেওয়ায় এখন অর্জুন সিং অনেকটাই চাপে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও বা এই ব্যাপারে রাজনীতির অভিযোগ করছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

এদিন তিনি বলেন, “তৃণমূলের সাজানো অভিযোগে পুলিশ আমাদের অন্যায় ভাবে হেনস্তা করছে। আমাকে খুনের চক্রান্ত’ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে আদালতে যাচ্ছি।” অন্যদিকে অর্জুন সিংহের এই বক্তব্যকে মানতে নারাজ তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। এদিন তিনি বলেন, “পৌরসভা এবং ব্যাংকটিকে অর্জুন সিংহ নিজের পরিবারের সদস্যদের পকেট ভরাতে ব্যবহার করেছিলেন। ওই টাকা মানুষের সঞ্চয়। তার হিসেব ওনাকে দিতে হবে।”

প্রসঙ্গত, তৃণমূলের অন্যতম পুরোনো সৈনিক ছিলেন অর্জুন সিংহ। ভাটপাড়ার বিধায়ক ও সেখানকার পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন তিনি। কিন্তু লোকসভা নির্বাচনের আগে তিনি দল পরিবর্তন করে বিজেপিতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ নির্বাচিত হন। আর তারপর থেকেই তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে এখন 12 কোটি টাকা তছরুপের অভিযোগ যেভাবে পুলিশের নজরে পড়লেন অর্জুন সিংহের ভাইপো, তাতে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!