এখন পড়ছেন
হোম > রাজনীতি > ১,২,৩…ফাইনাল কাউন্টডাউন শুরু! জমে উঠেছে নির্বাচনী লড়াই!

১,২,৩…ফাইনাল কাউন্টডাউন শুরু! জমে উঠেছে নির্বাচনী লড়াই!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের ফাইনাল কাউন্টডাউন শুরু। বাংলার বিধানসভা নির্বাচনে মসনদ দখলের লড়াই অবশ্য দীর্ঘদিন ধরেই চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে একেবারে ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে যাওয়ায় মনে করা হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই এবার প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রচার অভিযান দ্বিগুণ বেগে চালাবে। ইতিমধ্যেই বাংলার রাজনৈতিক পরিস্থিতি রীতিমত তেতে উঠেছে শাসক-বিরোধী তরজায়। আর এই উত্তাপ যে আগামী দিনে আরও বাড়তে চলেছে সেই ইঙ্গিত স্পষ্ট।

গত সপ্তাহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় জনসভা থেকে জানিয়েছিলেন, ফেব্রুয়ারির 7 থেকে 8 তারিখ নাগাদ ভোটের ঘোষণা হতে পারে। তবে জানা যাচ্ছে, আপাতত 15 ই ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেওয়া হতে পারে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার জন্য। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্য সফর শুরু করেছে। বাংলার বিভিন্ন জেলায় প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে চলছে কমিশনের বৈঠক। পাশাপাশি রাজ্যের সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গেও একের পর এক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন রাখছে নির্বাচন কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে জানা যাচ্ছে, কমিশন সূত্রে একাধিক কলেজকে ভোট প্রস্তুতির জন্য তৈরি থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে। সুতরাং সবদিক দেখে ধরে নেওয়া যায়, ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অর্থাৎ সরস্বতী পুজোর আবহে রাজ্যের মসনদ দখলের লড়াই চূড়ান্ত মাত্রা পেতে চলেছে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার মধ্য দিয়ে। অন্যদিকে সংবাদ সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের ভোট ছয় থেকে সাত দফায় হতে চলেছে। তবে সবকিছু জানতে গেলে নির্বাচন কমিশনের ভোটের দিন ঘোষণার দিকেই নজর রাখতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপাতত জানা যাচ্ছে, নির্বাচন কমিশন আসাম এবং বাংলার নির্বাচন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন। এরপর কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুর পরিস্থিতি দেখার পর বাংলার বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। সব মিলিয়ে সাজ সাজ রব শুরু হয়ে গেছে বাংলার বুকে। বাংলা দখলের লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে। আর এবার ভোট প্রচারের সাথে সাথে বাংলার জনগণকে পাশে রাখার অঙ্গীকার করে কে হবে রাজ্য বিধানসভা দখলের অধিকারী সেদিকেই নজর এখন ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!