১২ই সেপ্টেম্বরের রাশিফল – জেনে ফেলুন কেমন কাটবে আজকের দিনটি অন্যান্য রাশিফল September 12, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১২ই সেপ্টেম্বর, ২০২০, কেমন যাবে আপনার দিনটি ? এবার জেনে নেওয়া যাক এই দিন কোন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দিনটি। * এখানে প্রতিটি রাশির ইংরেজি নাম ও সম্ভাব্য কোন সময়ে জন্ম হলে কোন রাশির জাতক হতে পারেন তা দেওয়া হল। কিন্তু, নক্ষত্র ও গ্রহের অবস্থানের বিচারে এই রাশি পাল্টায়। তাই, আপনার সঠিক রাশি জানতে আপনার জ্যোতিষবিদের সঙ্গে পরামর্শ করুন। ১. মেষ রাশি (ARIES – জন্মদিন ২১ শে মার্চ – ২০শে এপ্রিল) ঃ- আজ শারীরিক দিক থেকে আপনি অসুস্থ থাকবেন। কর্মস্থলে কোনো রকম বিবাদে জড়ানোর সম্ভাবনা রয়েছে। পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পাবে। ২. বৃষ রাশি (TAURUS – জন্মদিন ২১ শে এপ্রিল – ২১ শে মে) – ঃ আজ ব্যাবসায় নতুন যোগাযোগ তৈরি হবে। কর্মস্থানে আপনি সম্মানিত হবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে আসবে। ৩. মিথুন রাশি (GEMINI – জন্মদিন ২২ শে মে – ২১ শে জুন) ঃ- সন্তানের দিক থেকে আপনার উৎকন্ঠা বাড়বে। দিনটি আপনার জন্য ব্যয়বহুল। কর্মস্থলে জটিলতা বৃদ্ধি পাবে। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। ৪. কর্কট রাশি (CANCER – জন্মদিন ২২ শে জুন – ২২ শে জুলাই)ঃ বেকার ও শ্রমজীবীদের জন্য দিনটি শুভ। ঘাড়ের ব্যথায় কষ্ট পাবেন। দিনটিতে মিশ্র ফল লাভ করবেন। কোনো ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। ৫. সিংহ রাশি (LEO – জন্মদিন ২৩ শে জুলাই – ২১ শে আগষ্ট)ঃ আজ দিনটি সমস্যাপ্রবন। সন্তানের অসুস্থতা চিন্তার কারণ হতে পারে। অর্থ সমস্যা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরাহ্ণে যাত্রা শুভ হবে। ৬. কন্যা রাশি (VIRGO – জন্মদিন ২২ শে আগষ্ট – ২৩ শে সেপ্টেম্বর) ঃ দিনটি সমস্যাপ্রবন। প্রিয়জনের অসুস্থতা বা মৃত্যু মানুষিক যন্ত্রণা দেবে। যানবাহনে সাবধানে চলাফেরা করুন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ৭. তুলা রাশি (LIBRA – জন্মদিন ২৪ শে সেপ্টেম্বর – ২৩ শে অক্টোবর) ঃ সকল প্রকার যোগাযোগে বাঁধা পাওয়ার আশংকা রয়েছে। খারাপ সংবাদ পেতে পারেন। সাংবাদিকদের জন্য দিনটিতে ঝামেলায় জড়াবেন। প্রেমের ক্ষেত্রে আবেগ পরিহার করুন। ৮. বৃশ্চিক রাশি (SCORPIO – জন্মদিন ২৪ শে অক্টোবর – ২২ শে নভেম্বর)ঃ আজ বকেয়া টাকা উদ্ধার হতে পারে। সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলে কর্মস্থলে উন্নতি লাভ করবেন। দূরের যাত্রা শুভ হবে। ৯. ধনু রাশি (SAGITTARIUS – জন্মদিন ২৩ শে নভেম্বর – ২২ শে ডিসেম্বর) ঃ- আজ হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আইন সংক্রান্ত জটিলতা এড়িয়ে চলুন। আজ কোনো কারণে আর্থিক ক্ষতির আশংকা রয়েছে। ১০. মকর (CAPRICORN – জন্মদিন ২৩ শে ডিসেম্বর – ২০ শে জানুয়ারি)ঃ- প্রবাসীদের জন্য দিনটি ঝামেলাপূর্ণ। আজ ব্যায় বৃদ্ধি হবে আপনার। বিপরীত লিঙ্গের কারোর দ্বারা আপনি আজ প্রভাবিত হয়ে কোনো কাজ করতে পারেন। ১১. কুম্ভ রাশি (AQUARIUS – জন্মদিন ২১ শে জানুয়ারি – ১৯ শে ফেব্রুয়ারি) ঃ- দিনটি শুভ। কর্মস্থানে নতুন কোনো দায়িত্ব লাভ করবেন। পদস্থ কর্মকর্তাদের সাথে উত্তেজিত কোনো তর্কে লিপ্ত হতে পারেন। ১২. মীন রাশি (PISCES – জন্মদিন ২০ শে ফেব্রুয়ারি – ২০ শে মার্চ)ঃ আজ প্রতিকূলতা কাটাতে মাথা ঠান্ডা রাখুন। পুরোনো পাওনা আদায়ের ব্যাপারে সম্ভাবনা রয়েছে। আজ বেসরকারি চাকরিজীবীরা চাকরি হারাতে পারেন। আপনার মতামত জানান -