এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ১৪ বছর আগে সিঙ্গুরের জন্য সেই ২৬ দিনের অনশনের আর মরণপণ সংগ্রামের কথা ট্যুইটে মনে করালেন মমতা

১৪ বছর আগে সিঙ্গুরের জন্য সেই ২৬ দিনের অনশনের আর মরণপণ সংগ্রামের কথা ট্যুইটে মনে করালেন মমতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে দিল্লির রাজপথ উত্তাল কৃষকদের আন্দোলনে। কিছুদিন আগেই কেন্দ্র এনেছে নতুন কৃষি আইন। আর তারই বিরোধিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা জড়ো হয়েছেন দিল্লির রাজপথে। কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। বারবার কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে আলোচনায় বসছেন, কিন্তু কিছুতেই রফাসূত্র বেরোচ্ছে না । কৃষি আইনের বিরোধিতায় কেন্দ্রের বিরুদ্ধে এই মুহূর্তে একজোট হয়েছে দেশের বিরোধী শক্তিগুলি। সেই সূত্রেই এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গেল কেন্দ্রীয় সরকারের প্রতি বিরোধীতার সুর।

কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরোধিতায় বৃহস্পতিবার কৃষকদের সমর্থন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেন। যেখানে তিনি 14 বছর আগের সিঙ্গুরের 26 দিনের অনশনের কথা তুলে ধরেছেন। প্রসঙ্গত, শুক্রবার সিঙ্গুর আন্দোলনের ও অনশন কর্মসূচির বর্ষপূর্তি হল। আর সেই উপলক্ষে তৃণমূল নেত্রীর টুইটের উদ্দেশ্য যে শুধুমাত্র সিঙ্গুর আন্দোলনের কথা তুলে ধরা তা নয়, বরং কেন্দ্রকে খোঁচা দিয়ে কৃষকদের সমর্থন করাও অন্যতম লক্ষ্য ছিল এই টুইটের। প্রসঙ্গত, সংসদের প্রথম অধিবেশনে কেন্দ্রীয় সরকারের হাত দিয়ে তিনটি কৃষি বিল পাস হয়। সে সময় থেকেই বিরোধীরা অভিযোগ জানিয়ে আসছিল কেন্দ্রীয় বিজেপী শিবিরের বিরুদ্ধে।

কৃষকদের অধিকার কেড়ে নেওয়ার জন্যই এই নতুন বিল তৈরি হয়েছে বলে বিরোধীদের দাবী। পাল্টা কেন্দ্রীয় সরকারও দাবি করেছে, কৃষকদের ভালোর জন্যই এই বিল তৈরি হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যেভাবে কৃষকদের ভালোর দাবি করছে, দেশের কৃষকরা কিন্তু সে কথা মোটেই মনে করছেন না। বরং এই কৃষি আইনের হাত ধরে দেশের কৃষি ব্যবস্থার যে ব্যাপক ক্ষতি হতে চলেছে সে ব্যাপারে নিশ্চিত তাঁরা। আর এবার কৃষকেরা এই আইন প্রত্যাহারের দাবিতে চালিয়ে যাচ্ছেন লড়াই। আর কৃষকদের পাশে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী এদিন 14 বছর আগের সিঙ্গুর আন্দোলনের অনশন কর্মসূচির বর্ষপূর্তিতে একটি টুইট করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 14 বছর আগে 2006 সালের 4 ডিসেম্বর 26 দিন অনশন কর্মসূচি শুরু হয় সিঙ্গুরে। জোর করে কৃষি জমি দখল আটকাতেই চলছিল তৎকালীন বিরোধী দল তৃণমূলের লড়াই। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন দিল্লির রাজপথে যেসব কৃষকরা লড়াই চালাচ্ছেন, তাঁদেরকে শ্রদ্ধা জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন, কাউকে কিছু না জানিয়ে কেন্দ্রীয় সরকার কৃষি আইন পাস করেছে। প্রথম দিন থেকেই তৃণমূল কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতা করে চলেছে। বৃহস্পতিবার টুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন।

বৃহস্পতিবার টুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রী আরো বলেন, কৃষি আন্দোলন নিয়ে তিনি দাবি জানাচ্ছেন কেন্দ্রীয় সরকার এই আইন প্রত্যাহার করুক। না হলে দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূল লড়াইয়ে নামবে। অন্যদিকে বিধানসভায় ইতিমধ্যে বিরোধীদল বামফ্রন্ট এবং কংগ্রেস কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করার জন্য রাজ্য সরকারের সঙ্গে পাল্টা আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। সব মিলিয়ে জাতীয় কৃষক আন্দোলনের ছোঁয়া লেগেছে এ রাজ্যেও।

একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে কৃষি আইনকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে ব্যবহার করতে এবার উঠে পড়ে লেগেছে রাজ্যের অন্যান্য রাজনৈতিক শিবিরগুলি। এইমুহুর্তে কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে লড়াই শুরু করেছেন দেশের কৃষকরা, সেই আন্দোলনের ছোঁয়া যে রাজ্যেও লাগবে সেই ইঙ্গিত দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর অনশনের কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায় বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!