এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > 24 জন কর্মীর মাইনে নিয়ে বড়সড় দাবি তুললেন বঙ্গ বিজেপি নেতারা

24 জন কর্মীর মাইনে নিয়ে বড়সড় দাবি তুললেন বঙ্গ বিজেপি নেতারা


করোনা ভাইরাসকে আটকাতে বর্তমানে গোটা দেশজুড়ে লকডাউন চলছে। তবে এই মুহূর্তে দেশের বিভিন্ন ক্ষেত্র বন্ধ থাকায় অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে এই অর্থনীতি নিয়ে চিন্তা তৈরি হলেও, সম্প্রতি তার প্রভাব এসে পড়েছিল রাজ্য বিজেপির অন্দরমহলে।

যেখানে একটি সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছিল যে, বিজেপির রাজ্য দপ্তরের 24 জন কর্মীর মাইনে হয়নি। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এই ঘটনা তুলে ধরে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করা হয়। বিরোধীদের পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করে বলা হয়, বিজেপি এখন আমপান নিয়ে রাজনীতি করতে ব্যস্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তাদের দলের অন্দরে লক্ষ্য করলেই দেখা যাবে, প্রদীপের নিচে অন্ধকার লুকিয়ে রয়েছে। তাদের দলের কর্মীরাই এখন সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আর নানা মহলে যখন এই ব্যাপারে গুঞ্জন তৈরি হয়েছে, ঠিক তখনই গোটা ঘটনাকেই ভুয়ো বলে দাবি করল বিজেপি নেতৃত্ব।

সূত্রের খবর, রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কর্মীদের মাইনে না পাওয়া নিয়ে যে খবর সর্বত্র ছড়িয়ে পড়েছে, তা ভিত্তিহীন। এক্ষেত্রে প্রথমে কিছু অসুবিধে থাকলেও, পরবর্তীতে সমস্ত কর্মীর মাইনে দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে ব্যাংকের কিছু সমস্যার কারনে চেক ক্লিয়ারেন্স হচ্ছিল না।

পরবর্তীতে সমস্ত কর্মীকে মাইনে দেওয়া হয়েছে। কেউ কেউ কুৎসা করার জন্যই এই খবর রটিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিরোধীদের পক্ষ থেকে বিজেপির অন্দরের এই খবরকে তুলে ধরে গেরুয়া শিবিরকে কোণঠাসা করার প্রয়াস চালানো হয়েছিল। কিন্তু এবার এই গোটা ঘটনাকে ভিত্তিহীন বলে যেভাবে বিজেপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, তাতে বিরোধীদের বক্তব্য অনেকটাই চাপের মুখে পড়ে গেল বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!