এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল নেতার শৌচালয় তৈরিতে 15 লক্ষ টাকা, চোখ কপালে পিকের টিমের!

তৃণমূল নেতার শৌচালয় তৈরিতে 15 লক্ষ টাকা, চোখ কপালে পিকের টিমের!

গত 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর অনেক নেতারই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে। টিনের চালের বাড়িতে কোথাও এসি লাগানো রয়েছে, আবার কোথাও বা কোনো নেতার বহুতল বাড়ি। যা দেখে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকি তৃণমূল নেতাদের এই বিলাসবহুল জীবনযাপন সাধারণ মানুষ ঠিকঠাক মেনে নিতে পারেননি। যার কারণে গত লোকসভা নির্বাচনে অনেক জায়গাতেই রাজ্যের শাসকদলের ফলাফল খারাপ হয়েছে। তবে লোকসভা নির্বাচনের পর দলের বেশ কিছু নেতার জীবন-যাপনের জেরেই যে ফলাফল খারাপ হয়েছে, তা বুঝতে পেরেছে তৃণমূল নেতৃত্বের একাংশ।

প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে নানা জায়গায় সমীক্ষা করে তৃণমূল নেতাদের এই বিলাসবহুল জীবনযাপন সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে। এমনকি অনেককেই এই ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তৃণমূল নেতারা যে অভ্যাস পাল্টাতে পারেনি, তা স্পষ্ট হয়ে গেল। এবার বহুতল বাড়ি নয়, বরঞ্চ তৃণমূল নেতার শৌচালয়ে 15 লক্ষ টাকা খরচ হওয়ায় চোখ কপালে উঠতে শুরু করেছে প্রশান্ত কিশোরের টিমের।

সূত্রের খবর, চলতি মাসেই রাজ্য তৃণমূলের অভিযোগ সেলের প্রতিনিধিরা তৃণমূল নেতাদের বাড়ি এবং বিভিন্ন সম্পত্তি খতিয়ে দেখার পাশাপাশি তার ছবি তুলবে। সম্প্রতি জলপাইগুড়ি জেলায় এসে বৈঠকে এই বার্তা দিয়েছেন জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকি জেলার এক তৃণমূল নেতা 15 লক্ষ টাকা দিয়ে শৌচাগার বানানোয় তা কেমন, তা দেখতে আসবেন কলকাতা থেকে তৃণমূলের প্রতিনিধিদল।

পাশাপাশি ডুয়ার্সের এক তৃণমূল নেতার বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তৃণমূলের প্রতিনিধি দলের। এদিন এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের মেন্টর অমরনাথ ঝা বলেন, “দল যদি চায়, কোনো জনপ্রতিনিধির সম্পত্তি নিয়ে তদন্ত করে দেখতেই পারে। তাতে কার কি আপত্তি থাকে!” এদিকে প্রশান্ত কিশোরের টিমের কাছে মালবাজার পৌরসভা এলাকার একজন নেতার বাড়ি নিয়েও তথ্য এসেছে বলে খবর। যদিও বা এই প্রসঙ্গে মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা বলেন, “এরকম বিলাসবহুল বাড়ির কথা আমার জানা নেই। এগুলো একেবারে মিথ্যে কথা।”

কিন্তু জেলায় যেভাবে বিভিন্ন নেতারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন এবং সেই খবর প্রশান্ত কিশোরের টিমের কাছে আসছে, তাতে সামনের পৌরসভা নির্বাচনে এই বিলাসবহুল জীবনই তৃণমূলের জয়ের পথে কাঁটা হয়ে যেতে পারে বলে মনে করছে একাংশ। আর সেই কারণেই দলের অভিযোগ সেলের নেতারা জেলায় এসে সমস্ত বিষয় তদারকি করবেন। আর এই পরিস্থিতিতে তৃণমূলের অনেক আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়ার নেতাদের অস্বস্তি বাড়তে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!