এখন পড়ছেন
হোম > অন্যান্য > রবি ঠাকুর থেকে কার্ল মার্ক্স, রামকৃষ্ণদেব থেকে বঙ্গভঙ্গ – আজকে ঘটে যাওয়া ইতিহাসের অমর কথা

রবি ঠাকুর থেকে কার্ল মার্ক্স, রামকৃষ্ণদেব থেকে বঙ্গভঙ্গ – আজকে ঘটে যাওয়া ইতিহাসের অমর কথা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১৬ই আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা –

১. ১৬৮৭ সালে আজকের দিনে জব চার্নকের সঙ্গে মোঘল বাদশার চুক্তি অনুসারে ইংরেজরা সূতানুটিতে অস্ত্রাগার ও পোতাশ্রয় নির্মাণের অনুমতি লাভ করে।

২. ১৮২৫ সালে আজকের দিনেই বলিভিয়ার প্রজাতন্ত্র ঘোষণা হয়।

৩. ১৮৬৭ সালে আজকের দিনে কার্ল মার্কস ‘ক্যাপিটাল’ গ্রন্থের প্রথম খণ্ড লেখা শেষ করেন।

৪. ১৮৯৮ সালে আজকের দিনটিতে এডউইন প্রেসকট রোলার কোস্টারের প্যাটেন্ট পান।

৫. ১৯০৫ সালে আজকের দিনে বঙ্গভঙ্গ আইন কার্যকর করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. ১৯১০ সালে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী গ্রন্থ গীতাঞ্জলির প্রথম প্রকাশিত হয়।

৭. ১৯৪৬ সালে আজকের দিনে মুসলীম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডে পালনের সময় কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু।

৮. ১৮৮৬ সালে আজকের দিনে রামকৃষ্ণ পরম সংসদেব (গদাধর চট্টোপাধ্যায়) দেহত্যাগ করেন।

৯. ১৯৯৭ সালে আজকের দিনে পাকিস্তানের কিংবদন্তীতুল্য কাওয়ালি সঙ্গীত শিল্পী, নুসরাত ফতেহ আলি খানের দেহাবসান হয়।

১০. ১৯৬০ সালে আজকের দিনে সাইপ্রাস দ্বীপ স্বাধীন হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!