এখন পড়ছেন
হোম > অন্যান্য > মেন্ডেলা থেকে গেটস, চেন্নাই থেকে দিল্লি, ইতিহাসের পাতা থেকে তুলে আনা আজকের দিনের অমোঘ কাহিনী

মেন্ডেলা থেকে গেটস, চেন্নাই থেকে দিল্লি, ইতিহাসের পাতা থেকে তুলে আনা আজকের দিনের অমোঘ কাহিনী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১৭ই জুলাই। এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৭৭৪ সালে এই দিনে জেমস কুক নিউ হেব্রিডিস-এ পদার্পণ করেন।

২. ১৯৫৪ সালে এই দিনে আমেরিকায় ডিসনিল্যান্ড নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৩. ১৯৫৯ সালে এই দিনে হিচককের ” নর্থ বাই নর্থ ওয়েস্ট ” সিনেমাটি মুক্তি পায়।

৪. ১৯৬৪ সালে এই দিনে নেলসন মেন্ডেলাকে শান্তির জন্য জোলিয়ট কুড়ি পুরস্কারে সম্মানিত করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫. ১৯৯৪ সালে এই দিনে হাল্ক হোগান ডাব্লিউ সি ডাব্লিউ রেসলিং টুর্নামেন্ট জেতেন।

৬. ১৯৯৫ সালে এই দিনে বিল গেটস বিশ্বে ধনীতম ব্যাক্তি রূপে ঘোষিত হন।

৭. ১৯৯৬ সালে এই দিনে মাদ্রাজ শহরের নাম পরিবর্তিত হয়ে চেন্নাই হয়।

৮. ১৪৮৯ সালে এই দিনে নিজাম শাহ দিল্লির সুলতান হন।

৯. আজকের দিনটি আন্তর্জাতিক ইমোজি ডে হিসেবে পালিত হয়। ২০১৪ সালে প্রথমবার পালিত হয় এই দিনটি।

১০. ১৯৭৪ সালে এই দিনে জয়প্রকাশ নারায়ণ বিহার বিধান সভায় অনাস্থা প্রস্তাব আনেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!