এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিজেপি করার ‘অপরাধে’ পুরুলিয়ায় ‘খুন’ হতে হল ১৮ বছরের যুবককে

বিজেপি করার ‘অপরাধে’ পুরুলিয়ায় ‘খুন’ হতে হল ১৮ বছরের যুবককে


আজ সকালে পুরুলিয়ার বলরামপুরে এক ১৮ বছরের যুবকের ঝুলন্ত মৃতদেহ ঘিরে চূড়ান্ত উত্তেজনা পুরুলিয়ায়। স্থানীয় সূত্রের খবর, মৃত যুবকের নাম ত্রিলোচন মাহাতো। তিনি স্থানীয় সুপুরডি গ্রামের বাসিন্দা ছিলেন। মৃতদেহের গায়ে বড় বড় করে লিখে দেওয়া ছিল, ‘১৮ বছর করছে বিজেপি রাজনীতি’। মৃতদেহের সঙ্গে একটি কাগজের টুকরোও পাওয়া যায়। তাতে লেখা ছিল, ‘১৮ বছর বয়সেই বিজেপির রাজনীতি – এবার তোর প্রাণনীতি – তোকে ভোটের সময় থেকেই এই কাজটা করার চেষ্টা করি – পারি না – এবার তোর প্রাণ শেষ’।

এই প্রসঙ্গে আমাদের সাংবাদিককে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পুরুলিয়ার বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। তিনি জানান, সারা বাংলা জুড়েই সন্ত্রাসের রাজনীতি করছে তৃণমূল। মৃত ত্রিলোচন মাহাতো বিজেপি কর্মী ছিল, পঞ্চায়েত নির্বাচনে তিনি বিজেপির হয়েই কাজ করেছিলেন। আর তাই তাঁকে প্রাণ দিতে হল। আমার ধারণা, এটা খুন এবং এই ঘৃণ্য কাজের পিছনে তৃণমূলের হাত আছে। যদিও এই প্রসঙ্গে এখনো তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

https://www.youtube.com/watch?v=Iku1DrB7RyI

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!