এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ১৯ শে জানুয়ারী সর্বকালের সেরা ব্রিগেড করার লক্ষ্যে এখন থেকেই সব খুঁটিনাটি নিজের হাতে নিচ্ছেন যুবরাজ

১৯ শে জানুয়ারী সর্বকালের সেরা ব্রিগেড করার লক্ষ্যে এখন থেকেই সব খুঁটিনাটি নিজের হাতে নিচ্ছেন যুবরাজ


১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সমাবেশ উপলক্ষে দূরের জেলা থেকে আগত কর্মী-সমর্থকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সল্টলেকের করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে। বুধবার সেখানে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন সাংসদ তথা যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন বিকেলে তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি কর্মী-সমর্থকদের কীভাবে, কোথায় রাখা হবে, তাঁদের খাবারের কী ব্যবস্থা হবে—সেবিষয়ে খোঁজখবর নেন। সঙ্গে ছিলেন সল্টলেকের বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সেন্ট্রাল পার্ক পরিদর্শনের পর অভিষেকবাবু মন্ত্রী এবং দলীয় নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেন। সূত্রের খবর, কীভাবে কর্মী-সমর্থকদের রাখা হবে, ব্রিগেডের দিন কীভাবে তাঁদের মাঠে নিয়ে যাওয়া হবে এবং কোথা থেকে কতজন কর্মী-সমর্থক এখানে এসে থাকবেন—এই সব নিয়েই আলোচনা চলে বৈঠকে।

স্থানীয় নেতৃত্বকে দায়িত্ব ভাগ করে দূরের জেলা থেকে আসা কর্মী-সমর্থকদের দেখাশোনার নির্দেশ দেন তিনি। বৈঠকের পর অভিষেকবাবু বলেন, প্রায় ৩০-৩৫ হাজার কর্মী-সমর্থক আগেই চলে আসবেন। তাঁরা এখানে থাকবেন। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দুই দিনাজপুর থেকে ওই কর্মী-সমর্থকরা দু’-একদিন আগেই চলে আসবেন। এই মাঠেই বিধাননগর মেলা সম্প্রতি শেষ হয়েছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মেলার সেই কাঠামো খুলে নতুন করে এত বিপুল আয়োজন করা সহজ কথা নয়। সেই বন্দোবস্ত যাতে ঠিকভাবে হয়, তা খতিয়ে দেখতেই এদিন তাঁর সেন্ট্রাল পার্কে আসা। কাজ খুব দ্রুতগতিতেই এগচ্ছে। নেতৃত্ব মনে করছে, ১৪-১৫ জানুয়ারির মধ্যেই সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে যাবে। যাতে এই শীতের সময় দূর-দূরান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের এখানে থাকতে অসুবিধা না হয়।

এবছর ব্রিগেডে ৪০ লক্ষের কাছাকাছি মানুষের সমাগম হবে বলে আশাপ্রকাশ করেন অভিষেকবাবু। তাঁর দাবি, জেলায় জেলায় ব্রিগেডের সমর্থনে তাঁরা যে সমাবেশ করছেন, তাতে ব্যাপক সাড়া মিলেছে। প্রতিটি জেলার সমাবেশেই রেকর্ড পরিমাণ ভিড় দেখা গিয়েছে।

উল্লেখ্য, গত বছর ১৫ ডিসেম্বর উত্তর ২৪ পরগনা থেকে ব্রিগেডের সমর্থনে সমাবেশের সূচনা হয়েছিল। তা আগামী ১৩ জানুয়ারি হাজরা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে। বিগত সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে ১৯ জানুয়ারি ব্রিগেডে জমায়েতের এক নয়া রেকর্ড হবে বলে তিনি আশাবাদী।

গত দু’বছর সল্টলেক স্টেডিয়ামে কর্মী-সমর্থকদের রাখা হয়নি। তার বদলে মিলন মেলায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, সেখানে এখন কাজ চলছে। তাই দল এবার সেন্ট্রাল পার্কে কর্মী-সমর্থকদের থাকার ব্যবস্থা করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!