এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় বাইক চালানো ও মহিলাদের হেনস্থা নিয়ে কঠোরতম ব্যবস্থা নিতে চলেছে পুলিশ

বর্ষবরণের রাতে মদ্যপ অবস্থায় বাইক চালানো ও মহিলাদের হেনস্থা নিয়ে কঠোরতম ব্যবস্থা নিতে চলেছে পুলিশ


আসছে নতুন বছর। বিদায় জানাতে হবে 2018 কে। তবে বিদায়ের সেই চূড়ান্ত লগ্ন যাতে কারও মনেই বিরহের সৃষ্টি করো না করে সেজন্য এবার উদ্যোগী হতে দেখা যাচ্ছে রাজ্যের প্রশাসনকেও। 31 শে ডিসেম্বর 2018 র শেষ দিনে যাতে কোনো রকম অশান্তির সম্মুখীন না হয় রাজ্যবাসী সেজন্য এবার কড়া উদ্যোগ নিচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

প্রসঙ্গত, বছরের শেষ দিন এই উৎসবের মরসুমে মদ্যপ অবস্থায় বাইক চালকদের দাপট এবং মহিলাদের ওপর উৎপাত নিয়ে বিভিন্ন মহল থেকে আসা অভিযোগে বিপর্যস্ত হয়ে পড়েছে পুলিশ প্রশাসন। উল্লেখ্য, গত বছর বর্ষবরণের রাতে এই মদ্যপ গাড়িচালকদের দাপট অনেকটাই বেড়ে গিয়েছিল এই রাজ্যে। যেখানে 2017 তে এই মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক চালানোর মোট কেসের সংখ্যা যেখানে ছিল 1670 টি, সেখানে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাসের মধ্যেই সেই সংখ্যাটা 2831 এ গিয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, 2017 র জুন মাসে 294 টি কেস সেই মদ্যপদের গাড়ি চালানোর বিরুদ্ধে হলেও চলতি বছরের জুন মাসে তা বেড়ে হয়েছে 327 টি। অন্যদিকে গত বছর অক্টোবর মাসে যে সংখ্যাটা ছিল 56 টি, এই বছর সেই অক্টোবর মাসেই সংখ্যাটি দাঁড়িয়েছে 440 টিতে। পাশাপাশি 2017 নভেম্বর মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় 60 টি কেস হলেও এ বছরের নভেম্বর মাসে তা পৌঁছেছে 239 টি কেসে।

অন্যদিকে 2017 র জানুয়ারি মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালকদের বিরুদ্ধে 12 টি কেস হলেও 2018 র জানুয়ারি মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 212 টি কেসে। কিন্তু নতুন বছরের শুরুতে 2019 এ যাতে সেই রকম আর কোনো মদ্যপ বাইক চালক ও গাড়ি চালকদের দাপট না বাড়ে সেইজন্য অতি সক্রিয় পুলিশ প্রশাসন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ইতিমধ্যেই ব্রেথ অ্যানালাইজার নিয়ে পুলিশের টহলদারি ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত পুলিশ নজরদারির হিসেবে বাগুইহাটি, এয়ারপোর্ট, রাজারহাট, নিউটাউন এবং বিধান নগর থানাকেও চিহ্নিত করা হয়েছে। দিনকে দিন বর্ষবরণের রাতে যেভাবে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে তা যাতে এবার রোধ করা যায় সেই জন্যই এই মদ্যপ বাইক চালকদের দাপট রুখতে সক্রিয়তা দেখাতে শুরু করেছে পুলিশ।

এদিন এই প্রসঙ্গে ট্রাফিকের দায়িত্বপ্রাপ্ত এক শীর্ষ পুলিশকর্তা বলেন, “এবছর নিউ ইয়ার্স ইভে মদ্যপ গাড়ি চালকদের আটকাতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নাকা চেকিংয়ের পাশাপাশি যে রাস্তা গুলিতে গাড়ি অত্যাধিক গতিতে চলে সেরকম জায়গায় গার্ডরেল বসানো হবে।” সব মিলিয়ে অতীত থেকে শিক্ষা দিয়ে 31 শে ডিসেম্বর 2018 কে সুষ্ঠুভাবে বিদায় জানিয়ে 2019 কে স্বাগত জানাতে তৎপর পুলিশ প্রশাসনও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!