এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > গৌতম দেবের হাত ধরে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুই হেভিওয়েটের

গৌতম দেবের হাত ধরে কংগ্রেস ও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দুই হেভিওয়েটের


রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পর দলবদলের ধারা অব্যাহত। গতকাল শাসকদলের উত্তরবঙ্গের দাপুটে নেতা, তৃণমূল কংগ্রেস দার্জিলিং জেলা সভাপতি তথা রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের হাত ধরে কংগ্রেস ও বিজেপি থেকে দুই হেভিওয়েট নেতা নিজের অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। গৌতমবাবুর হাত ধরে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লক কংগ্রেস সভাপতি আতাউর রহমান ও বিজেপির যুব মোর্চার ফাঁসিদেওয়া ব্লকের জালাস-নিজামতারা অঞ্চল সভাপতি ডালিম সেন রাজ্যের শাসকদলে যোগদান করেন।

আতাউর রহমানের সঙ্গেই তাঁর এলাকার কংগ্রেস সমর্থিত ৫২টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলেও ঘাসফুল শিবির সূত্রে জানা গেছে। অন্যদিকে, আগামীকাল সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া বিজেপি নেতার খাসতালুক জালাস-নিজামতারায় সভা করার কথা শাসকদলের – সেই সভাতেই স্থানীয় বিজেপি সমর্থিত অনেক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জানা গেছে। এই যোগদান প্রসঙ্গে গৌতমবাবু নিজে জানিয়েছেন, ফাঁসিদেওয়া ব্লকে পঞ্চায়েতের সব স্তরেই আমরা ক্ষমতায় আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সকলেই শামিল হতে চাইছেন। তাই দলবদল করে একেএকে সকলেই তৃণমূলে আসছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!