এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় উপনির্বাচনের আগে একসাথে জোড়া সুখবর মুকুল রায়ের জন্য – জানুন বিস্তারিত

বাংলায় উপনির্বাচনের আগে একসাথে জোড়া সুখবর মুকুল রায়ের জন্য – জানুন বিস্তারিত

বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে বহুল চর্চিত নাম মুকুল রায়। একদা তৃণমূল কংগ্রেসের অঘোষিত সেকেন্ড-ইন-কম্যান্ড এর মত গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। কিন্তু তারপর মতানৈক্যের জেরে তৃণমূল কংগ্রেস ছেড়ে, তিনি যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। ঘাসফুল শিবির ছাড়ার পর, তৃণমূলের নেতা-কর্মীরা জোর গলায় দাবি করেছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রচ্ছায়া থেকে বেরিয়ে মুকুলবাবু নাকি কিছুই করতে পারবেন না! ধীরে ধীরে হারিয়ে যাবেন রাজনীতির ময়দান থেকে!

কিন্তু, বাস্তবে দেখা যাচ্ছে, তিনি কার্যত ঘুম ছুটিয়ে দিয়েছেন রাজ্যের শাসকদলের! তাঁর ‘মগজাস্ত্রের’ প্রয়োগে পঞ্চায়েত নির্বাচন থেকেই বাংলায় গেরুয়া ঝড়ের আভাস ছিল। আর তারপরে তো লোকসভা নির্বাচনে, তৃণমূলের ৪২-এ-৪২ এর স্বপ্ন চুরমার করে গেরুয়া শিবিরকে ১৮ আসন এনে দিয়ে ঘাসফুল শিবিরের পায়ের তোলার মাটি অনেকটাই কেড়ে নিয়েছেন! শুধু তাই নয়, তাঁর ‘লুচি-আলুরদম’ মন্ত্রে তৃণমূলে একের পর এক ভাঙন ধরিয়ে, ক্রমশ বাড়িয়ে যাচ্ছেন গেরুয়া সংগঠন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে মুকুলবাবুর অভিযোগ, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধে না পেরে তৃণমূল কংগ্রেস নাকি তাঁর নামে একের পর এক মিথ্যা মামলা করে তাঁকে ফাঁসাতে চাইছে। আর এইরকমই একটি মামলার অন্যতম হল – রেলওয়ে বোর্ডের স্থায়ী পদ পাইয়ে দেওয়ার নামে এক ব্যবসায়ীর থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়া। ইতিমধ্যেই, এই মামলায় তাঁর ঘনিষ্ঠ এক নেতা সহ মোট দুজন গ্রেপ্তার হয়েছেন। যদিও, তাঁরা জামিন পেয়ে গেছেন – কিন্তু, এই মামলায় মুকুল রায়কে গ্রেপ্তার করতে মরিয়া পুলিশ।

ফলে, মুকুলবাবু কলকাতা হাইকোর্টে এই তদন্তে তাঁকে যাতে গ্রেপ্তার করা না হয় তার স্থগিতাদেশ চেয়ে মামলা করেন। সেই মামলায় আজ শুনানি ছিল। আজকের শুনানির পর কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ ঠা ডিসেম্বর হবে। আর মামলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মুকুলবাবুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। একই সঙ্গে জানানো হয়েছে, আসন্ন উপনির্বাচন উপলক্ষে দলীয় কাজে ও প্রচারে কোনও বাধা থাকছে না মুকুলবাবুর জন্য। তবে, তাঁকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে, সবমিলিয়ে জোড়া সুখবর মুকুল রায় শিবিরের জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!