এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া শিবিরকে আরও শক্তিশালী করে দলে এলেন দুই প্রভাবশালী হেভিওয়েট নেতা – জানুন বিস্তারিত

গেরুয়া শিবিরকে আরও শক্তিশালী করে দলে এলেন দুই প্রভাবশালী হেভিওয়েট নেতা – জানুন বিস্তারিত

লোকসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে একটা মরিয়া চেষ্টা চালিয়েছিল বিরোধীদলগুলো। রাজনৈতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছিলেন, বিজেপিকে ২০১৯-এর নির্বাচনে আটকাতে না পারলে, কার্যত অস্তিত্ব সঙ্কটে ভুগবে আঞ্চলিক দলগুলি। শুধু তাই নয়, জাতীয় দলগুলিও বড়সড় সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়বে। আর তাই, বিরোধী দলগুলি দীর্ঘদিনের বৈরিতা ভুলে এক ছাতার তলায় আসার প্রক্রিয়া শুরু করেছিল।

কিন্তু, এত কিছু করেও নরেন্দ্র মোদী-অমিত শাহের অশ্বমেধের ঘোড়া থামাতে পারে নি বিরোধী দলগুলি। আর তারপরেই রাজনৈতিক বিশেষজ্ঞদের আশঙ্কাকে সত্যি করে বড়সড় সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়েছে দেশের আঞ্চলিক ও জাতীয় দলগুলি। সামনেই একাধিক রাজ্য বিধানসভা সাধারণ ও উপ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে গেরুয়া শিবিরকে আটকানো তো দূরের কথা, উল্টে দলের ভাঙন রুখতেই হিমশিম খাচ্ছে বিরোধী দলগুলি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই ভাঙনের সঙ্গে সাযুজ্য রেখে, হরিয়ানায় গেরুয়া শিবিরকে আরও শক্তিশালী করে দলে এলেন দুই প্রভাবশালী হেভিওয়েট নেতা। আগামী ২১ শে অক্টোবর, হরিয়ানায় বিধানসভা নির্বাচন – আর তার আগেই সেখানে বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেসকে দুর্বল করে দল ছাড়লেন দুই প্রভাবশালী নেতা। হরিয়ানা ভোটের আগে অবশ্যই যা কিনা বড় ধাক্কা কংগ্রেসের কাছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার হাত ধরে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রদেশ কংগ্রেসের ট্রেজারারের দায়িত্বে থাকা তরুণ ভাণ্ডারী ও হরিয়ানার স্থানীয় রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী বলে পরিচিত সন্তোষ শর্মা। মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টা কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার জন্যে দুই নেতাকে শুভেচ্ছা জানিয়ে দাবি করেছেন, গত পাঁচ বছর ধরে বিজেপি সরকার একাধিক উন্নয়নমূলক কাজ করেছে। সেই উন্নয়নের কাজে শরিক হতেই কংগ্রেস ছেড়ে তাঁরা বিজেপিতে এসেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!