এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > আবার রক্তাক্ত খেজুরি, বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণে জখম শিশু সহ দুই

আবার রক্তাক্ত খেজুরি, বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণে জখম শিশু সহ দুই


নন্দীগ্রাম আন্দোলনের সময়, রোজই প্রায় রক্তাক্ত হয়ে খবরের শিরোনামে আসত পূর্ব মেদিনীপুরের খেজুরি। মাঝখানে বেশ কিছুদিন শান্ত থাকলেও, আবারো রক্তাক্ত হয়ে খবরের শিরোনামে খেজুরি। এবার, এক বিজেপি কর্মীর বাড়িতে মজুত বিস্ফোরক থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে এক শিশু সহ দুজন গুরুতর জখম হয়েছেন।

স্থানীয় সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের জনকা গ্রাম পঞ্চায়েতের কটকাদেবীচক এলাকা রবিবার রাতে আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় অধিবাসীরা বাইরে বেরিয়ে দেখেন স্থানীয় বাসিন্দা লালমোহন মাইতির বাড়িতে ঘটেছে ওই বিস্ফোরণ। সেখানে গুরুতর জখম অবস্থায় পরে রয়েছেন এক শিশু সহ দুজন। সাথে সাথেই তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লালমোহন মাইতি বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন স্থানীয়স্তরে। এই ঘটনার পর তীব্র ক্ষোভ দেখতে শুরু করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, এলাকায় অশান্তি ছড়ানোর জন্যই ওই বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরক মজুত করা হচ্ছিল। সেখান থেকেই এই বিস্ফোরণ ঘটেছে। ওই বাড়িতে তো বটেই, আশেপাশের বাড়িতেও তল্লাশি চালানোর জন্য পুলিশকে রীতিমত চাপ দিতে থাকে তৃণমূল নেতৃত্ব।

এদিকে বিস্ফোরণের খবর পেয়েই, খেজুরি থানার পুলিশ সেখানে গিয়ে খানাতল্লাশি শুরু করে। বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ, বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এদিকে তৃণমূলের অভিযোগ, লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করতেই সিপিএমের পুরোনো কর্মীরা বিজেপিতে যোগ দিচ্ছে, তাদের মদতেই ঘটছে এই ধরনের অশান্তির ঘটনা। যদিও এই নিয়ে বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!