এখন পড়ছেন
হোম > রাজ্য > “2 মে দিদি যাচ্ছেন, বিজেপি আসছে” বাঁকুড়ার সভায় দাবি প্রধানমন্ত্রীর!

“2 মে দিদি যাচ্ছেন, বিজেপি আসছে” বাঁকুড়ার সভায় দাবি প্রধানমন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলা দখলের জন্য রীতিমত ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি। একের পর এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা যাচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। আজ রবিবার একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন মেদিনীপুরের সভা করছেন, ঠিক তখনই বাঁকুড়ায় সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর সেই সভা থেকেই আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ঠিক কি ফলাফল হতে চলেছে, তা জানিয়ে দিলেন তিনি। যেখানে আগামী 2 মে নির্বাচনের ফলাফলে দিদি বিদায় নিচ্ছেন এবং আসল পরিবর্তন হচ্ছে বলে দাবি করলেন নরেন্দ্র মোদী। স্বভাবতই প্রথম দফার নির্বাচনের আগেই বাংলা দখল করা নিয়ে প্রধানমন্ত্রীর এই আত্মপ্রত্যয়ী মন্তব্য এখন রীতিমত গুঞ্জন সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, আজ বাঁকুড়ার তিলাবেদিয়া ময়দানে বিজেপি প্রার্থীদের সমর্থনে একটি সভা করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। আর সেখানেই বক্তব্যের শুরুতে বাংলা ভাষায় সম্বোধন করতে দেখা যায় তাকে। আর তারপরেই আগামী নির্বাচনে ঠিক কি হতে চলেছে, সেই ব্যাপারে আত্মপ্রত্যয়ী মন্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আগামী 2 মে দিদি যাচ্ছেন। আসল পরিবর্তন আসছে। তৃণমূল সরকারের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। দিদি ভ্রষ্টাচারের এর খেলা চলবে না। কাটমানির খেলা চলবে না।” অর্থাৎ একদিকে তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ এবং অন্যদিকে মানুষ এবার বিজেপিকেই ক্ষমতায় আনবে বলে বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, নির্বাচনের দিন ঘোষণার পর আরও বেশি করে বাংলায় আসতে শুরু করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির অন্যান্য হাইপ্রোফাইল নেতা-নেত্রীরা। সপ্তাহের মধ্যে দুই থেকে তিন দিন বাংলায় পড়ে থেকে বিভিন্ন জায়গায় সভা-সমিতিতে উপস্থিতিতে দেখা যাচ্ছে বিজেপির শীর্ষ নেতা নেত্রীদের। এবারের নির্বাচন যে অত্যন্ত হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আর এই পরিস্থিতিতে বাঁকুড়ার সভায় উপস্থিত হয়ে নির্বাচনী ফলাফলের দিন তৃণমূল সরকার বিদায় নিচ্ছে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী তবে নরেন্দ্র মোদী। তবে তিনি এই বক্তব্যের মধ্য দিয়ে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন, নাকি সত্যি সত্যিই মানুষের উচ্ছাস দেখে বুঝে গিয়েছেন যে, এবার পরিবর্তন হচ্ছে, তা নিয়ে যথেষ্ট গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতি। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য ভোটবাক্স খোলার পর বাস্তব হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!