এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “200 আসনে জিতবে বিজেপি” ফেসবুকে পোস্ট করে বিদ্রুপের মুখে হিরন!

“200 আসনে জিতবে বিজেপি” ফেসবুকে পোস্ট করে বিদ্রুপের মুখে হিরন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় আট দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আর বৃহস্পতিবার নির্বাচন পর্ব শেষ হওয়ার সাথে সাথেই বিভিন্ন সংস্থার এক্সিট পোল সামনে আসতে শুরু করে। নানা মহলের পক্ষ থেকে নানা দাবি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রাখা হয় তৃণমূল কংগ্রেসকে। আবার কোথাও কোথাও দেখানো হয়, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।

আর এই নিয়ে যখন রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে, ঠিক তখনই ফেসবুকের বিজেপি 200 আসনে বাংলায় জয়লাভ করবে বলে দাবি করে বসলেন খড়্গপুরের বিজেপির প্রার্থী তথা বিশিষ্ট অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তবে বিজেপি 200 এর বেশি আসনে জয়লাভ করবে বলে দাবি করার সাথে সাথেই তার এই পোস্ট নিয়ে নানা মহলে বিদ্রূপের আবহ তৈরি হয়েছে। অনেকেই এই পোস্টের পরিপ্রেক্ষিতে কমেন্ট করতে শুরু করেছেন। যার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা ভোটের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিশিষ্ট অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আর তারপরেই তাকে খড়গপুর বিধানসভা কেন্দ্রে টিকিট দেয় ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার নির্বাচন শেষে বিভিন্ন এক্সিট পোল সামনে আসতে শুরু করে। আর বেশিরভাগ এক্সিট পোলে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে বলে দাবি করা হয়। আর তারপরেই ফেসবুকে একটি পোস্ট করেন খড়্গপুরের বিজেপির প্রার্থী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তিনি লেখেন, “2019 লোকসভায় এক্সিট পোল বলেছিল, বিজেপি 8 পাবে। পেয়েছিল 18। আর 2021 এর বিধানসভা বলছে বিজেপি 121। অর্থাৎ বিজেপি 200 প্লাস।” আর হিরণ চট্টোপাধ্যায় এই পোস্ট করতেই অনেকে সেই প্রশ্নের জবাবে তাকে বিদ্রুপ করতে শুরু করেছেন। একাংশ বলছেন, “জানো তো, আমিও নিজেকে অনেক সময় এইভাবে সান্ত্বনা দিই।”

অনেকে আবার বলতে শুরু করেছেন, “সে নাইবা হল। কিন্তু আগের পার্টিতে তো কাজ করতে পারছিলে না। তা এখন তো করোনা পরিস্থিতিতে ব্যাপক কাজের সুযোগ এসেছে। নেমে পড়ো মানুষের সেবা করতে। ঘরে বসে না থেকে। সঙ্গে পাজির হাত পা ঝাড়া ব্যাটা রুদ্রটাকেও সঙ্গে নিও।”

বিশেষজ্ঞরা বলছেন, এতদিন নির্বাচন নিয়ে নানা তরজা চলেছে। আর এবার নির্বাচন শেষে কে কত আসন পাবে, তা এক্সিট পোল প্রকাশ হওয়ার পরই দাবি, পাল্টা দাবি আসতে শুরু করেছে। বিভিন্ন এক্সিট পোলে এগিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে সেই দাবিকে অগ্রাহ্য করে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় 200 প্লাস বিজেপি পাবে বলে দাবি করলেন। আর তিনি সেই দাবি করার সাথে সাথেই পাল্টা বিরুদ্ধ মত ধেয়ে এল তাকে উদ্দেশ্য করে। সব মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের এই দাবি কতটা সত্যি হয়, তা 2 মে ভোটবাক্স খোলার পরেই পরিস্কার হয়ে যাবে বলে দাবি করছে বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!