এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘200 আসন পাবে বিজেপি’ জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী!

‘200 আসন পাবে বিজেপি’ জানিয়ে দিলেন নরেন্দ্র মোদী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম দফার ভোটের পর আজ বাংলায় দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। আর আজকের এই ভোটগ্রহণ পর্বে রয়েছে নন্দীগ্রামের মত হাইপ্রোফাইল কেন্দ্র। যার দিকে নজর রয়েছে সকলের। আর দ্বিতীয় দফার ভোট গ্রহণকে কেন্দ্র করে যখন রাজনৈতিক মহলে উত্তেজনা চরমে, ঠিক তখনই রাজ্যে এসে জয়নগরের সভা থেকে বিজেপি কত আসন পেতে চলেছে, তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি তুলে ধরলেন, এবারে 200 আসন পেয়ে বিজেপি বাংলার ক্ষমতা দখল করতে চলেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলায় এবার তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে রাজ্যের ক্ষমতা দখল করতে রীতিমত মরিয়া গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা বারেবারেই রাজ্যের তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন। একাধিক জনসভা থেকে শুরু করে মিটিং মিছিল করে কিভাবে জয় আনতে হবে, তার পরিকল্পনা করতে শুরু করেছেন তারা।

আর এই পরিস্থিতিতে প্রথম দফার নির্বাচনের পর 30 টি আসনের মধ্যে 26 টি আসনে জয়লাভ করবে বলে জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর দ্বিতীয় দফার নির্বাচনের দিন জয়নগরের সভায় উপস্থিত হয়ে বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসছে বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন জয়নগরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “বাংলায় প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। অতীতের রেকর্ড ভেঙে দিয়ে ভোট দিয়ে মানুষ বিজেপিকে সমর্থন জানিয়েছেন। দ্বিতীয় ধাপেও জোরকদমে ভোটগ্রহণ চলছে। আর তাতেই স্পষ্ট, এবার দু’শোর বেশি আসন জিতে বাংলায় আসছে ভারতীয় জনতা পার্টি।” আর স্বয়ং প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য করায় এখন রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রথম দফার ভোট নিয়ে মন্তব্য করেছিলেন, তখন তাকে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য সভায় তৃণমূল নেত্রী বলেছিলেন, “26 কেন! 30 টি আসনেই আপনারা জিতবেন সেটাই বলে দিন। চারটি বাকি রাখলেন কেন!” আর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পর দ্বিতীয় দফার ভোট গ্রহণ যখন চলছে, তখন জয়নগরের সভা থেকে বিজেপি 200 আসন পেয়ে রাজ্যের ক্ষমতায় আসতে চলেছে বলে দাবি করে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর এখানেই প্রশ্ন, তাহলে কি বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা কার্যত আত্মবিশ্বাসী! বাংলার ক্ষমতা দখল নিয়ে কেননা স্বরাষ্ট্রমন্ত্রীর পর এবার স্বয়ং প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসার ব্যাপারে কার্যত আত্মপ্রত্যয় মন্তব্য করছেন, তখন এই বিষয় নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর এই মন্তব্যের সঙ্গে ভোটবাক্স খোলার পর গোটা বিষয়টি কতটা মিল খায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!