এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ২০০ আসনের টার্গেট করাটা কি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল বিজেপির? বিজেপি নেতার বক্তব্যে তীব্র জল্পনা

২০০ আসনের টার্গেট করাটা কি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল বিজেপির? বিজেপি নেতার বক্তব্যে তীব্র জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বিধানসভা নির্বাচনে ২০০ এরও বেশি আসন জয়ের টার্গেট নিয়েছিল বিজেপি। বাংলার মসনদ দখল করা ছিল বিজেপির লক্ষ্য। তবে, শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। বিজেপিকে মাত্র ৭৭ টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। তবে, রাজ্যের প্রধান বিরোধী দলের ভূমিকায় উঠে এসেছে বিজেপি। কংগ্রেস, বাম কোন প্রতিনিধি পাঠাতে পারেনি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন মাত্র প্রতিনিধি রয়েছেন। তাই প্রায় সম্পূর্ণ বিরোধী দলের পরিসর দখল করেছে বিজেপি। এবার এ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

গতকাল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জানালেন যে, আগে থেকেই বলে দেয়া হয়েছিল যে, বিজেপির টার্গেট ২০০। তাই সকলে তা বিশ্বাস করতে শুরু করেছিলেন। তবে, এটা ঠিক হয়নি। তিনি জানালেন, বিজেপির টার্গেট যদি ২০০ না থাকতো, তাহলে আজ গর্ব করে বলতে পারতেন যে, ৭৭ এ পৌঁছেছেন তাঁরা। তিনি জানালেন, গত লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করার কারণে বিজেপি কর্মীদের ওপর প্রত্যাশা অনেকটা বৃদ্ধি পেয়েছিল। তবে বিজেপি ক্ষমতায় আসতে পারে নি, এটা এখন আর ভাবলে চলবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জিতেন্দ্র তিওয়ারি জানালেন, কোনো নির্বাচনে যারা পরাজিত হন, তাদের আর কোন দায়িত্ব থাকে না, এটা ভাবার কোনো কারণ থাকতে পারে না। এটা সত্যি যে, একুশে সরকার গড়তে পারেনি বিজেপি। বিজেপি পরাস্ত হয়েছে। বিজেপিকে মানুষ বিরোধী আসনে বসিয়ে সরকারের ওপর নজরদারি করতে পাঠিয়েছেন। তাই এখন বিজেপির কাজ হল সরকারের ওপর নজরদারি করা। বিজেপির পরাজয়ের কারণ সম্পর্কে তিনি জানালেন যে, মানুষ চান নি, তাই বিজেপি জিততে পারেনি। মানুষ এভাবেই দেখতে চেয়েছেন বিজেপিকে। সেই দায়িত্ব এখন তাঁরা সঠিকভাবে পালন করছেন কিনা? মানুষ কিন্তু সেটাও দেখবে।

তিনি জানালেন, রাজ্যের মানুষ তাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন তাকে সঠিক ভাবে পালন করতে হবে। তাঁরা যদি সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন। তাহলে ২৬ এর বিধানসভা নির্বাচনে তাঁদের ক্ষমতায় নিয়ে আসবেন মানুষ। এরপর তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন যে, তৃণমূল সরকারে মন্ত্রীরা সরকার চালান না, সরকার চালান আমলারা। কেন না তৃণমূল কংগ্রেসে প্রচুর অযোগ্য লোক রয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টায় আছে। তবে বিজেপিকে কাজ করে যেতে হবে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পূর্বে যারা তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন জিতেন্দ্র তিওয়ারি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মোহভঙ্গ হয়ে বিজেপিতে আসা বেশ কিছু নেতা আবার তৃণমূলের দিকে পা বাড়াতে শুরু করেছেন। তবে, সে পথে পা বাড়ান নি জিতেন্দ্র তিওয়ারি। বিজেপির সঙ্গেই তিনি রয়েছেন ও দলের দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!