এখন পড়ছেন
হোম > জাতীয় > দুশো টাকা করে বিলি হচ্ছে নাগরিকত্বের ফর্ম, বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

দুশো টাকা করে বিলি হচ্ছে নাগরিকত্বের ফর্ম, বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ


 

কোনক্রমেই সময়টা ভাল যাচ্ছে না ভারতীয় জনতা পার্টির। গত 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় এসেছে। তবে তারপর তারা এমন কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, যা সাহসী হলেও বিরোধীদের বিক্ষোভে কোণঠাসা ভারতীয় জনতা পার্টি।

যার মধ্যে অন্যতম নাগরিকত্ব সংশোধনী আইন। ইতিমধ্যেই সেই আইন দেশজুড়ে লাগু হওয়ার কারণে নানা মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। অবিলম্বে এই আইন বাতিলের দাবি তুলেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সারা দেশের পাশাপাশি বাংলাতেও এনআরসি হবে বলে পাল্টা জানিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে ভারতবাসীকে নাগরিকত্ব দেওয়ার জন্য 200 টাকা করে নেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

সূত্রের খবর, মঙ্গলবার হাবরায় তৃণমূলের একটি অনুষ্ঠানে যোগ দিতে যান উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেখানেই নাগরিকত্ব আইনের বিপক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় তাকে।

বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করে জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেন, “বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা 200 টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে অবৈধভাবে একটি ফর্ম ফিলাপ করাচ্ছে। আর এভাবেই তারা কোটি কোটি টাকা পকেটে পুরছেন। নাগরিকত্ব দেওয়ার জন্য দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেও সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এটা বিজেপির একটা নতুন ব্যবসা শুরু হয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিজেপির বিরুদ্ধে এহেন মারাত্মক অভিযোগ করেই থেমে থাকেননি জ্যোতিপ্রিয় মল্লিক। পুলিশের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “পুলিশকে বলেছি, যারা টাকা নিয়ে নাগরিকত্ব দেবে বলে ফর্ম বিলি করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। ভারতের নাগরিকত্ব এত সস্তা হয়ে গেছে নাকি যে, সাংসদ শান্তনু ঠাকুর দুশো টাকার বিনিময়ে নাগরিকত্ব দিয়ে দেবেন!”

পাশাপাশি বাংলায় তৃণমূল থাকতে কখনই তারা এনআরসি হতে দেবেন না বলেও জানিয়ে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু বিজেপির বিরুদ্ধে নাগরিকত্ব দেওয়ার জন্য যে দুশো টাকা নেওয়ার অভিযোগ করলেন মন্ত্রী, তা কতটা সত্যি? একাংশ বলছেন, এর সত্যি মিথ্যা যাচাই করা কারও পক্ষে সম্ভব নয়।

তবে এতদিন নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের স্বপক্ষে যেভাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাতে বিজেপি অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছিল। আর এবার নাগরিকত্ব দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে 200 টাকা নেওয়ার যে অভিযোগ তৃণমূলের হেভিওয়েট নেতা করলেন, তা যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে বিজেপির কপালে শনি নাচবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!