এখন পড়ছেন
হোম > রাজ্য > 2014টেট নিয়ে আবারও বড় ধাক্কা খেলো প্রাইমারি শিক্ষা পর্ষদ ! হাইকোর্টে জমা দিতে হবে নামের তালিকা !

2014টেট নিয়ে আবারও বড় ধাক্কা খেলো প্রাইমারি শিক্ষা পর্ষদ ! হাইকোর্টে জমা দিতে হবে নামের তালিকা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আবারো একবার বড়সড় ধাক্কা  খেলো প্রাইমারি শিক্ষা পর্ষদ ,2014 সালের টেট কে কেন্দ্র করে এর আগেও বহুবার বিতর্ক হয়েছিল প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা নিয়ে ।  মূলত 2014 সালের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রাইমারি টেট এর জন্য এরপর ধাপে ধাপে বেশকিছু নিয়োগ করা হয়েছিল যদিও 2017 সালে 15 হাজার শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ কিন্তু অভিযোগ ওঠে এই নিয়োগে অনেকে রয়েছে এমন যাদের কোন নথিপত্র নেই বা পরীক্ষা  উত্তীর্ণ হয়নি এমন ক্যান্ডিডেট চাকরি করছেন বহালতবিয়তে । এর মধ্যে তেরো জনের খোঁজ মিলেছে যারা উত্তর দিনাজপুরের এবং তারা প্রাইমারির শিক্ষকতা করছেন ।

আর এবার সেই  সূত্র ধরেই বড়োসড়ো সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি । তিনি  জানিয়েছেন 2017 সালের যে নিয়োগ হয়েছিল  , সেই 15000 শিক্ষকের তালিকা হাইকোর্টে জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা  সংসদকে  আগামী 22 শে সেপ্টেম্বরের মধ্যেই ।সেই সঙ্গে এও জানান যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি এই ধরনের ত্রুটি খুঁজতে অসমর্থ হয় তাহলে তালিকা দেখে আদালত খুঁজে বের করবে নিয়োগের ক্ষেত্রে কোথায় কোথায় দুর্নীতি হয়েছে  ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!