এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এই ২০২১ এর মহড়া নিতে কড়া নিদান মমতার, টিকিট হারাতে পারেন বহু বিধায়কই

২০১৯ এই ২০২১ এর মহড়া নিতে কড়া নিদান মমতার, টিকিট হারাতে পারেন বহু বিধায়কই


সম্প্রতি পঞ্চায়েতে রাজ্যের অনেক জেলাতেই শাসকদল তৃনমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে  বিজেপি।তৃনমূল সূত্রে খবর,এতে বেজায় চটেছেন দলনেত্রী।তাই এবার থেকে নতু এক বেষ্টনীতে দলের বিধায়কদের বেধে দিতে চাইছে শীর্ষনেতৃত্ব।সামনেই 2019 এর লোকসভা নির্বাচন।সারা দেশে মোদী বিরোধীতায় অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।তাই লোকসভা ভোটে তৃনমূলের বর্তমান বিধায়করা যদি না জিততে পারেন,তবে 2021 এর বিধানসভায় দলের তরফে আর টিকিট পাবেন না তাঁরা।দলীয় বিধায়কদের জন্য এমনই নিয়ম আনতে চলেছে শাসকদল।সূত্রে খবর,রাজ্যের প্রতিটা জেলাপরিষদ তৃনমূল দখল করলেও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছিল রাজ্যের শাসকদলকে।নীচুতলার মানুষ যে কিছুটা হবেও মুখ ফেরিয়েছে তাঁদের থেকে তা ভালোই উপলব্ধি করেছেন তৃনমূলের নেতারা।তাই এখন থেকেই বিধায়কদের মানুষের সাথে নিবিড় যোগাযোগ করার বার্তা দিয়েছেন দলীয় নেতারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এ প্রসঙ্গে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন,”সাংগঠনিক শক্তির মাপকাঠিতেই তো যোগ্যতা নির্ধারন করতে হবে।আমরা কেউই এই পরীক্ষার বাইরে নই।তাই লোকসভা ভোটেই আমাদের সেই সাংগঠনিক পরীক্ষা দিতে হবে।” উল্লেখ্য,তৃনমূলের সংগঠনে এলাকার বিধায়করাই সেই এলাকার চেয়ারম্যান।তাই তাদের এলাকায় ভালো ফল করে তৃনমূলের শক্তির ভিত প্রমান করতে হবে।ইতিমধ্যেই নির্বাচনী পর্যালোচনা বৈঠকে জেলা স্তরের এ কথা জানাতে শুরু করে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও।তৃনমূল সূত্রে খবর,দলীয় অন্তর্দ্বন্দ্বে জেরবার তৃনমূলেরই একটা গোষ্টী নিজেদের লোককে ক্ষমতায় রাখায় উৎসুক হয়ে উঠেছিল।তা না হওয়াতেই একটা বিক্ষুব্ধ অংশ সংগঠনের ক্ষতি করেছে।

এছাড়াও এবারের পঞ্চায়েতে নির্দল থেকেও অনেক প্রার্থী হয়েছিল।যা আদতে তৃনমূল থেকেই ভেঙ্গে এসেছিল।এবার সেই বিজয়ী নির্দল প্রার্থীদেরও মূল দলের সাথে সংযোগ করাতে মাঠে নেমেছে তৃনমূল।সূত্রে খবর,এ মাসেই পঞ্চায়েতের সমস্ত বিজয়ী প্রার্থীদের নিয়ে রাজ্যস্তরের সভা করবেন তৃল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তৃনমূল সূত্রে খবর,এই সভা থেকেই দলের নেতা,কর্মীদের 2019 এর লোকসভা ভোটকে মাথায় রেখে এমন কিছু বার্তা দেবেন দলনেত্রী,যাতে দলীয় সংগঠনকে আরও মজবুত করা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!