এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এ দেশের প্রধানমন্ত্রীত্ত্ব নিয়ে খোলাখুলি নিজের মত জানালেন চন্দ্রবাবু নাইডু

২০১৯ এ দেশের প্রধানমন্ত্রীত্ত্ব নিয়ে খোলাখুলি নিজের মত জানালেন চন্দ্রবাবু নাইডু


অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু হায়দরাবাদে এক বৈঠকে উপস্থিত হয়ে দলীয় কর্মী সমর্থকদের ইচ্ছেয় জল ঢেলে দিয়ে জানালেন আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছেই তাঁর নেই। তবে এদিন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে কোনো কসুর করলেন না তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি বললেন, “বুলেট ট্রেনের জন্য টাকা দেওযা হয়েছে মুম্বই ও দিল্লিকে। ব্রাত্য করা হয়েছে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশকে। আমি নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করেছিলাম। কিন্তু আজ এটিএম থেকে টাকা পাওয়া যাচ্ছে না। নিজেদের টাকা খরচ করা যাচ্ছে না। তিন তালাকের বিরোধিতা করে সংসদে আওযাজ আমি তুলেছিলাম। চার বছর অপেক্ষা করেছিলাম, কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনও সহায়তা পাওয়া যায়নি। আর তাই এনডিএ জোট থেকে বেরিয়ে এসে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব প্রথম এনেছিলাম।’‌’ একই সাথে তিনি কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলফল প্রসঙ্গে বললেন, “কর্নাটকে যা ঘটেছে তেলেঙ্গানায় নির্বাচন হলে একই ঘটনা ঘটবে। আঞ্চলিক সব দলকে এখন একজোট হতে হবে দেশের উন্নয়নের স্বার্থে। রাজ্যের মানুষের দেখভাল করব একসঙ্গে। আমরা সবাই একসঙ্গে কাজ করব।’‌’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!