এখন পড়ছেন
হোম > রাজ্য > ২০১৯ এর লক্ষ্যে যোগীর ফর্মুলায় পঞ্চায়েতে জিতেই গৈরিকীকরণ শুরু বিজেপির

২০১৯ এর লক্ষ্যে যোগীর ফর্মুলায় পঞ্চায়েতে জিতেই গৈরিকীকরণ শুরু বিজেপির


এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্য চোখে পড়ার মতো। বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত ও কয়েকটি পঞ্চায়েত সমিতিতে পদ্মফুল ফুটতে দেখা গেছে। পঞ্চায়েত সমিতির ৭৬২ টি আসনেই জয়ী তাঁরা। এছাড়াও জেলা পরিষদের ২২ টি আসনই তাঁদের দখলে। সব মিলিয়ে যদি ধরা হয়,তাহলে দেখা যাবে ছয় হাজার আসনে জয়ী তারা। বিজেপির দখলে আছে ২০২ টি গ্রাম পঞ্চায়েত এবং জয়ী হয়েছে ১০ টি তে। এই জয়ে উচ্ছ্বসিত রাজ্য বিজেপিমহল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

জানা যাচ্ছে,জেলা নেতৃত্ব থেকে প্রস্তাব উঠেছে পঞ্চায়েত গুলোকে গেরুয়া রং এ রাঙিয়ে দেওয়া হোক। জেলা নেতৃত্ব থেকে নেওয়া এই প্রস্তাবে খুশির জোয়ার উঠেছে রাজ্যের বরিষ্ঠ নেতৃবর্গের ভিতর। রাজ্য নেতৃত্বও জেলা সমিতি গুলোকে জানিয়েছে স্পষ ভাষা জানিয়েছে তাঁদের সম্মতির কথা। জানিয়েছেন যে, গ্রাম পঞ্চায়েত বা সমিতির প্রতিনিধিরা যদি মনে করেন গৈরিকীকরণ করবেন তাহলে করার অনুমতি রয়েছে। রাজ্যসরকারের সাহায্য যদি এ ব্যাপারে না পাওয়া যায় তাহলে তাঁরা সম্পূর্ণ নিজেদের তাগিদেও এ কাজ করতে পারেন। তাতে কোনো বাঁধা আসবে না। জানা যাচ্ছে বিজেপির তরফ থেকে নতুন বোর্ড গঠনের পরই পঞ্চায়েতে চলবে গৌরিকীকরণ প্রক্রিয়া। বিজেপি র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন “গ্রামবাসী এবং বিজেপি র কার্য্কর্তারা জানতে চেয়েছেন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি যেগুলি দল দখল করেছে,সেগুলি যদি গেরুয়া রং করাহয় তাহলে আমাদের কনো আপত্তি আছে কি না,আমরা বলেছি কনো আপত্তি নেই,গ্রামবাসী যারা আছেন তারা যদি মনেকরেন অবশ্যই করবেন।রাজ্য সরকার যদি পয়সা না দেয় তাহলে তারা নিজেরাই করবে বলেছে,সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট জায়গার জনপ্রতিনিধিরা যদি মনে করেন রং করবেন তাহলে আমাদের কনো অসুবিধা নেই”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!