এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এর লোকসভা নির্বাচন ‘লাল গোলাপের কাঁটার’ সাহায্যে জেতার অঙ্গীকার অনুব্রত’র

২০১৯ এর লোকসভা নির্বাচন ‘লাল গোলাপের কাঁটার’ সাহায্যে জেতার অঙ্গীকার অনুব্রত’র


মোটের ওপরে বীরভূম জেলার নির্বাচন অবাধ এবনহ শান্তি পূর্ণ। একটি বাংলা সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই জানলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি    অনুব্রত মন্ডল। তবে নির্বাচনের দিন বীরভূমের ময়ূরেরশ্বরে দেখা যায় বহিরাগত বাইক বাহিনীর দৌড়াত্ম্য। মহম্মদবাজারে বুথ দখল করে ব্যালট ছিনতাইয়ের ঘটনার কথাও জানা গেছে। এইসব ঘটনাকে বিরোধীরা শাসক দলের মদত পুষ্ট দুষ্কৃতিদের কারসাজী বলে অভিযোগ করলেও জেলা সভাপতি অনুব্রত মন্ডল তা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি আত্মবিশ্বাসী কন্ঠে দাবি করেন এসব বিজেপি দলের কর্মী সমর্থকদেরই কাজকর্ম।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তারাই অবাধ নির্বাচনে বাধা দেওয়ার জন্যে অশান্তি তৈরী করেছে। তবে রাজ্য পুলিশ প্রশাসন তাদের সক্রিয় ভূমিকা পালন করে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। অবশ্য তিনি দাবি করলেন পুলিশ অপরাধীদের দমনের বদলে তৃণমূল কংগ্রেস দলের কর্মী ও সমর্থদের ওপরেই বেশি লাঠি চার্জ করেছে। এই প্রসঙ্গে অনুব্রত বাবু বললেন, “ পুলিশ আমাদের ছেলেদেরই বেশি মেরেছে। আমাদের লোকেদের সব সহ্য করার ক্ষমতা আছে।” এছাড়াও তিনি দাবি করলেন এদিনের নির্বাচনের পর ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত, ১৯ টি পঞ্চায়েত সমতিতে তৃণমূল কংগ্রেস শুধু উন্নয়নের জোরেই জয়লাভ করবে। একই সাথে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দ্বর্থ্যক ভাষায় তিনি বললেন , “ ২০১৯ লোকসভা ভোটে রীরভূমের মোট ৩৬০০’র ওপর বুথের মধ্যে ২০০ বুথে বিরোধীরা কোনও এজেন্ট দিতে পারবে না। ওদের অত লোক-ই নেই। ভোটের আগে বাড়িতে বাড়িতে উন্নয়ন লিফলেট ও লাল গোলাপ পাঠানো হবে। ” এই লাল গোলাপ পাঠানোর পিছনে আসলে কোনো আলাদা ইঙ্গিত বা হুমকি আছে কি না জানতে চাওয়া হলে অনুব্রত বাবু সুকৌশলে তা এড়িয়ে যান। বরং তিনি পালটা দাবি করে বললেন, “ লাল গোলাপ দেখতে সুন্দর। মানুষের চোখে ধরে। বাড়িতে বাড়িয়ে লাল গোলাপ পৌঁছলে মানুষ আদর করবে, ভালোবাসবে, মনে রাখবে। ভোটের দিন পর্যন্ত এই লাল গোলাপ রেখে দিতে পারবে তাঁরা।” একই সাথে তাঁর ইঙ্গিত পূর্ণ সংযুক্তি, “ গোলাপে কাঁটা থাকে , উলটে ধরলে কাঁটা ফুটে যেতে পারে।” সেইরকম কিছু ঘটলে তার দায় যে তৃণমূল কংগ্রেসের নয় সে কথা জানাতে ভুললেন না অনুব্রত মন্ডল। প্রসঙ্গত অনুব্রত বাবুর বহু পরিচিত দ্বর্থ্যক শব্দতালিকায় পূর্বের শব্দ গুলির সাথে নবতম সংযোজন হলো এই ‘লাল গোলাপ’ তা আলাদা করে বলার দাবি রাখেনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!