এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এ কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে কি মন্ত্র দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

২০১৯ এ কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে কি মন্ত্র দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

দেশের সরকারকে শক্তিশালী করার জন্যে আঞ্চলিক দলগুলির শক্তিশালী হওয়া জরুরী। বুধবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে জেডিএস এবং কংগ্রেস জোটের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শপথ গ্রহণ অনুষ্ঠাণে উপস্থিত থেকে এমন মন্তব্য করলেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একই মঞ্চে সব বিরোধী দলকে একই সাথে দেখা গেলো । এই ছবি কার্যতই আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রে বিজেপি বিরোধী আঞ্চলিক সলগুলির সম্মিলিত ঐক্যের ধারণাকে উস্কে দেয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তির পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁর প্রতিক্তিয়া জানিয়ে বললেন, ” বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি শক্তিশালী হলে তবেই দেশের সরকার শক্তিশালী হবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তাই সব আঞ্চলিক দলকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। আর কংগ্রেস একটা আলাদা পার্টি। তারা তাদের মত করে এগোবে। আমি এখানে এসেছিলাম কুমারস্বামীকে সমর্থন ও অভিনন্দন জানাতে। তা করে গেলাম।’‌’ দেখা গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা কে সমর্থন করে অন্ধ্রপ্রদেশ রাজ্যের  মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু বললেন , ” ২০১৯ সালের আগে শক্তিশালী ফেডারেল ফ্রন্ট তৈরি করতে হবে। যার প্রথম ধাপ হিসাবে এই অনুষ্ঠানে সবাই যোগ দিলাম।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!