এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এ জিতলেই নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করছে এই ‘উপহার’

২০১৯ এ জিতলেই নরেন্দ্র মোদীর জন্য অপেক্ষা করছে এই ‘উপহার’


ভারতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপিদের জন্য দুটি আলাদা উড়ান এর ব্যাবস্থা হয়ে আর যার সমস্ত ভিভিআইপি ব্যাবস্থা ২০২০ তে শেষ হবে। এদিকে ২০১৯ এ লোকসভা ভোট আছে। যদি নরেন্দ্র মোদী ২০১৯ ও ফের প্রধান মন্ত্রী হন তবে তাঁর জন্য এটা একটা বড় উপহার হবে সরকারের পক্ষ থেকে। জানা গেছে মাত্র কদিন আগে এয়ার ইন্ডিয়া দুটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর কিনেছে। এই বিমানে আলাদা ভাবে থাকবে ভিআইপি এনক্লোসার, প্রেস কনফারেন্স রুম, আপদকালীন চিকিৎসা ব্যবস্থার মতো সুযোগ সুবিধা। বিমানে ওয়াই-ফাই এবং মিসাইল প্রতিরোধী ব্যবস্থাও থাকবে। এছাড়াও রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ ভিভিআইপিদের প্রয়োজন মতো করে তোলা হবে বিমানের অন্দর সজ্জা সহ অন্যন্য জিনিস। প্রসঙ্গত দেশের ভিভিআইপিরা দেশের বাইরে যান তখন এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বোয়িং ৭৪৭ বিমান ধার নেওয়া হয়। এই বিমান সরাসরি আমেরিকায় ও উড়ে যেতে পারে। উচ্চ পদস্থ এক কেন্দ্রীয় সরকারি আধিকারিকের , এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানানো তথ্যের ভিত্তিতে জানা যায় সরকার এয়ার ইন্ডিয়ার কাছ থেকে বিমান দুটি কিনবে। সরকারের তরফে বাজেট ঘোষণার সময়ই য়ার ইন্ডিয়ার কাছ থেকে বিমান কেনার জন্য ৪৪৬৯.৫০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষিত হয়েছিলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!