এখন পড়ছেন
হোম > রাজ্য > ২০২০ এর মধ্যেই কি পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁবে? বাজারদর দেখে মাথায় হাত!

২০২০ এর মধ্যেই কি পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছোঁবে? বাজারদর দেখে মাথায় হাত!

দেশের উত্তরোত্তর পেট্রোপণ্যের মুল্য বৃদ্ধির মধ্যে পণ্য পরিষেবা কর বা জিএসটি-‌র সংযোগের বিষয় টি একাধিকবার ভাবনা চিন্তা করা হলেও শেষ অবধি গুরুত্ব দেওয়া হচ্ছেনা। অন্য সব পণ্যের মতো এক্সাইজ-‌ভ্যাট তুলে দিয়ে পেট্রল-‌ডিজেলে জিএসটি চালু করলেই একমাত্র দাম কমানো সম্ভব বলে মনে করা হচ্ছে। কিন্তু রাজ্যগুলি এমন প্রস্তাব মানবেনা মনে করেই এই বিষয়ে করা ভাবনা কাজের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছেনা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

গত কয়েকদিন আগেও দেশের সাধারণ মানুষ মনে করছিলেন পেট্রল – ডিজেলের দাম এখন বৃদ্ধি পেলেও অল্প দিনের মধ্যেই তা কমে যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি। কিন্তু পেট্রোপণ্যের বাজার-‌বিশেষজ্ঞরা মনে করছেন ২০২০ সালের মধ্যে  ইন্ডিয়ান বাস্কেট ক্রুডের দাম ১০০ ডলার ছোঁয়ার সম্ভাবনা রয়েছে । ২০১৭ সালেও যার দাম ছিলো ব্যারেল-‌পিছু ৪৪ ডলারের নিচে। এই সম্ভবনার কথা জানতে পেরে এই মূল্যবৃদ্ধির পরিস্থিতিতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা এবং সাফল্য লাভের ক্ষেত্রে যে অপার সংশয় তৈরী করছে তা আলাদা করে বলার দাবি রাখেনা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!