এখন পড়ছেন
হোম > রাজ্য > 2021 এর প্রস্তুতি কি শুরু, জয়ী প্রার্থীদের প্রশাসন চালানোর জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যাবস্থা বিজেপির

2021 এর প্রস্তুতি কি শুরু, জয়ী প্রার্থীদের প্রশাসন চালানোর জন্য বিশেষ প্রশিক্ষনের ব্যাবস্থা বিজেপির


সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে ভালো ফল করেছে বিজেপি। তাই আগামীতে ত্রিস্তর পঞ্চায়েতে বোর্ড গঠন করতে দলের বিজয়ী প্রার্থীদের নিয়ে এক প্রশিক্ষন শিবিরের আয়োজন করতে চলেছে রাজ্য বিজেপি। দলীয় সূত্রের খবর, এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফে যাঁরা জয়ী হয়েছেন তাঁদের মধ্যে অধিকংশেরই প্রশাসন চালানোর অভিজ্ঞতা নেই। তাই হাতে কলমে গেরুয়া শিবিরের পক্ষ থেকে ব্যাবস্থা করা হয়েছে এই প্রশিক্ষনের। বিজেপির দাবি, প্রায় 6 হাজার 800 র বেশি আসনে এবার তাঁরা শাসকদল তৃনমূলকে পেছনে ফেলে জয়লাভ করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকী বাঁকুড়া, পুরুলিয়া ও মেদিনীপুরে ভালো ফল করায় প্রথমে এই সব জেলাগুলিতে প্রশিক্ষন চললেও পরবর্তী ধাপে রাজ্যের সব জেলায় এই প্রশিক্ষন চলবে। রাছনৈতিক মহল মনে করছে, লোকসভার আগে যাতে এই বিজয়ী প্রার্থীরা আর দলবদল না করেন তারই আগাম সতর্কতা হিসাবেই বিজেপির এই প্রশিক্ষন শিবির। বিজেপি সূত্রে খবর, লোকসভার আগে রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রে নিজেদের সাংগঠনিক ভিতকে মজবুত করতে একজন করে পালকও নিয়োগ করা হয়েছে। যাদের কাজই হল দিনের 24 ঘন্টা এলাকার সংগঠন বাড়ানো। দু জন প্রতি লোকসভা পিছু নিয়োগ করা হয়েছে বিস্তারকও। সংগঠনে গতি আনতে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে এসেছে মোটরবাইক। তবে এই শিবির সম্পর্কে ঠিক কী বলছেন বিজেপির রাজ্য নেতারা। এ রাজ্যের বিজেপির সাধারন সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ” কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই প্রশিক্ষন শিবির।ধাপে ধাপে এই প্রশিক্ষন প্রক্রিয়ায় ঠিক যা যা দরকার তাই করা হবে।” জানা গেছে, রাজ্যের এই প্রশিক্ষন শিবিরগুলিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। তবে প্রশাসন চালানোর এই প্রশিক্ষন যে আগামী বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েও সে কথা বলতে ভোলেননি রাজ্যের বিজেপি নেতা কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!