এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ছত্রধর জঙ্গলমহলের দ্বায়িত্ব পেতেই ভাঙ্গন শুরু বিজেপিতে, বড়সড় যোগদান তৃণমূলে, শোরগোল রাজ্যে !

ছত্রধর জঙ্গলমহলের দ্বায়িত্ব পেতেই ভাঙ্গন শুরু বিজেপিতে, বড়সড় যোগদান তৃণমূলে, শোরগোল রাজ্যে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –করোনা পরিস্থিতিতেও রাজনৈতিক কর্মকান্ড থমকে থাকেনি।ইতিমধ্যে ২১ শে জুলাই শহীদ দিবস উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ এর বিধানসভার নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছেন।এমতাবস্থায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ ব্লকে শতাধিক বিজেপি কর্মী তৃণমূল দলে যোগদান করেন।দলবদল বঙ্গ রাজনীতিতে নতুন কিছু নয় কারন সে লোকসভা ভোট বা বিধানসভা যেই ভোট হোক না কেন ভোটের আগে দলবদলের রাজনীতি শুরু হয়ে যায়।

সূত্র মারফত জানা যাচ্ছে যে, গড়বেতা বিধানসভার অন্তর্গত জোগারডাঙার ১০ নং অঞ্চলের সক্রিয় বিজেপি সদস্য রহমত আলি সহ শতাধিক বিজেপি নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। করোনার ভাইরাসের প্রকোপের ফলে এবারে তৃণমূল কংগ্রেস ভার্চুয়াল সভার মধ্যে দিয়ে ২১ শে জুলাই শহীদ দিবস পালন করে।সেই ২১ শে জুলাই তৃণমূল নেত্রীর নির্দেশ মতো রাজ্যের তৃণমূল নেতা নেত্রী থেকে কর্মী সমর্থক বিভিন্ন স্থানে শহীদ বেদীতে মাল্য দানের মাধ্যমে শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। তেমন ভাবে পূর্ব কর্মসূচী অনুযায়ী
গড়বেতায় ১ নং ব্লকের ৮ নং অঞ্চলের ৯০ নং কুসুমডৌরি বুথের তৃণমূল নেতা নেত্রীরা ২১ শে জুলাই শহীদ দিবস পালন করেন।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু রাতে বিজেপির কর্মী সমর্থকরা তাদের শহীদ বেদী ভেঙে দেন এবং তৃণমূলের দলীয় পতাকা ছিড়ে ফেলা হয় বলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন। এরই প্রতিবাদে শুক্রবার স্থানীয় বিধায়ক আশিস চক্রবর্তী উপস্থিতিতে একটি সভার আয়োজন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই সভা থেকে স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস চক্রবর্তীর হাত ধরে বিজেপির শতাধিক নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।যা স্থানীয় তৃণমূল নেতৃত্বের হাতকে শক্ত করবে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

প্রসঙ্গত উল্লেখ্য যে,গত লোকসভাতে জঙ্গল মহল তৃণমূল কংগ্রেসের হাত ছাড়া হয়ে গিয়েছে। তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারনের কমিটির নেতা ছত্রধর মাহাতকে ইতিমধ্যে রাজ্য কমিটিতে স্থান দিয়েছেন। তাছাড়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের প্রতি যে অধিক গুরুত্ব দেবেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের দাবি।এমতাবস্থায় বিজেপির শতাধিক নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান তৃণমূলকে অক্সিজেন যোগাবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!