এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২০২১ কে পাখির চোখ করে রাজ্য বিজেপির সংগঠন ঢেলে সাজানোর ইঙ্গিত, বড়মাপের পরিবর্তন হতে চলেছে

২০২১ কে পাখির চোখ করে রাজ্য বিজেপির সংগঠন ঢেলে সাজানোর ইঙ্গিত, বড়মাপের পরিবর্তন হতে চলেছে

২০২১কে পাখির চোখ করে এবার রাজ্য বিজেপিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিললো। গতকাল রাতে যে বিজেপির বৈঠক হয় তাতেই এমনটা ইঙ্গিত দিয়েছেন অমিত শাহ। জানা গেছে গতকাল রাত্রে রুদ্ধদ্বার বৈঠক হয় দিলীপ ঘোষ ও মুকুল রায় সমেত রাজ্যের অন্যান্য নেতা নেত্রীদের সাথে। আর সেখানেই অমিত শাহর কড়া নির্দেশ যে পরিবর্তন আনতে হবে সংগঠনে।

জানা যাচ্ছে পরিবর্তন হতে পারে দলের মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, জেলার পর্যবেক্ষক, সম্পাদক ও সাধারণ সম্পাদকের মত গুরুত্বপূর্ণ পদেও। এমনটাই বড়মাপের পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন অমিত শাহ।

পাশাপাশি এলো নিষেধ দিয়েছেন যে ,সাংগঠনিক কাজে যে সমস্ত নেতৃত্ব নিষ্ক্রিয় তাদের কোনও ভাবেই দলে রাখা যাবে না । তাদের দ্রুত চিহ্ন করে তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে। পদে রাখা যাবে না সেই সমস্ত সমস্ত জেলা সভাপতিকেও যারা লোকসভা ভোটে কোনো কাজ করেননি। তাছাড়া পদাধিকারী যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে পদ থেকে সরানো হবে। এছাড়া নতুনদের সুযোগ দেওয়া হবে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজিপি সূত্রে খবর, অমিত শাহ রাজ্যে এক কোটি নতুন সদস্যপদ তৈরির টার্গেট দিয়েছেন । অগাস্টে রাজ্যে আসছেন অমিত শাহ ও কার্যকরী সভাপতি জে পি নাড্ডা । অমিত শাহ রাজ্যের সাংগঠনিক কাজ নিজে খতিয়ে দেখবেন ।

আর এই নিয়েই জোর জল্পনা ছড়িয়েছে যে তবে কি এবার বিজেপির সভাপতি পদেও পরিবর্তন আসবে? জল্পনা আপাতত রয়েই গেছে এই নিয়ে কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!