এখন পড়ছেন
হোম > অন্যান্য > ২০২১ এর নিলামের আগে কেকেআর দলে কাদের রাখলো আর কারা পেলেন ছাড়?

২০২১ এর নিলামের আগে কেকেআর দলে কাদের রাখলো আর কারা পেলেন ছাড়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০২১ এর আইপিএল এর নিলাম এর দিন ঘোষণা হয়েছে ১১ই ফেব্রুয়ারি। তার আগে আইপিএলের দলগুলি ঘোষণা করল, পুরনো দলের কাদের এখনও রাখছে দলে এবং কাদের ছেড়ে দিচ্ছে। আসুন এক নজরে দেখেনি, কলকাতা নাইট রাইডার্স কাদের রাখল দলে এবং তাদের ছেড়ে দিল।

কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই ঘোষণা করেছে পুরনো দলের ১১ জন ভারতীয় এবং ৬ জন বিদেশী ক্রিকেটারদের তারা দলে ধরে রাখছে।

কলকাতা নাইট রাইডার্স এ রেখে দেওয়া হয়েছে যাদের দেখে নিন তাদের তালিকা:-

বিদেশী খেলোয়াড়:-
– ইয়েন মর্গান
– প্যাট কামিন্স
– লকি ফার্গুসন
– আন্দ্রে রাসেল
– সুনীল নারিন
– টিম সেইফেরট

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভারতীয় খেলোয়াড়:-
– দীনেশ কার্তিক
– নীতিশ রানা
– সুভ্মান গীল
– রিংকু সিংহ
– রাহুল ত্রিপাঠী
– কমলেশ নগর্কটি
– কুলদীপ যাদব
– প্রশিদ কৃষ্ণা
– সন্দীপ ওয়ারিয়ার
– শিভাম মাভি
– ভারুন চক্রবর্তী

ছেড়ে দেওয়া খেলোয়াড়:-
– টম বান্টন
– ক্রিস গ্রীন
– নিখিল নায়ক
– সিদ্ধার্থ ম.
– সিদ্দেশ লাদ

বলতে গেলে কলকাতা কোনো উল্লেখযোগ্য খেলোয়াড়কে দল থেকে ছাড়েনি। দল মূলত একই রকম আছে। এখন দেখা যাক, ২০২১ এর নিলামে তারা কোন নতুন খেলোয়াড় কেনে। তবে কে কে আর তাদের মূল দল ধরে রেখেছে বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!