এখন পড়ছেন
হোম > Uncategorized > “2024-এ বিজেপি ক্ষমতায় আসবে না” মমতার মন্তব্যের পাল্টা কি বললেন শুভেন্দু !

“2024-এ বিজেপি ক্ষমতায় আসবে না” মমতার মন্তব্যের পাল্টা কি বললেন শুভেন্দু !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই 2024 সালের ভবিষ্যৎবাণী করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে 2024 সালে কোনোমতেই বিজেপি ক্ষমতায় আসবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের পাল্টা জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে সেমিফাইনালে হারার পর আর ফাইনাল নিয়ে মন্তব্য করা উচিত নয় বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশে গিয়ে অখিলেশকে সাথে নিয়ে ফুটবল দেখিয়েছিলেন। বলেছিলেন, সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনালে তো হেরে গিয়েছেন। আর সেমিফাইনালে হেরে যাওয়ার পর তো ফাইনালের কোনো গল্প থাকে না। আসলে চটি চাটা পুলিশ এবং কিছু মানুষকে সাথে রাখতে গেলে ওনাকে এই সমস্ত কথা বলতেই হবে। তাই উনি এই সমস্ত কিছু বলছেন। এখন আর তৃণমূলের কথা কেউ শুনবে না।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীর 2024 নিয়ে করা ভবিষ্যৎবাণীকে কার্যত উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!