এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “২০২৪ এ বদলা হবে” প্রকাশ্য মঞ্চে লাভলী মৈত্রর হুমকি! শোরগোল রাজ্যে!

 “২০২৪ এ বদলা হবে” প্রকাশ্য মঞ্চে লাভলী মৈত্রর হুমকি! শোরগোল রাজ্যে!

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আরজিকরের ঘটনায় রীতিমত চাপে পড়ে গিয়েছে এই রাজ্যের সরকার। যে আন্দোলন শুরু হয়েছে, তাতে কোনোভাবেই সামাল দিতে পারছে না রাজ্য। তাই এবার আন্দোলনকারীদের অপমান, হুমকি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে শাসকদলের পক্ষ থেকে। যেখানে দলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বদলার কথা শোনা গেল তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রর গলায়।

প্রসঙ্গত, এদিন একটি কর্মসূচিতে বক্তব্য রাখেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। আর সেখানেই বিরোধীদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দেন তিনি। হেভিওয়েট এই তৃণমূল বিধায়ক বলেন, “সিপিএম স্বয়ং সুজনদা ঘুরে বেড়ান, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজ ২০২৪ এ এখান থেকে দাঁড়িয়ে বলছি, বদল তো ২০১১ য় হয়েছিল, ২০২৪ এ বদলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি কেউ আঙুল তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয়, আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি। কিন্তু আমরা দুর্বল নই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!