এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > একুশের যুদ্ধজয়ে কংগ্রেসের ‘বড় সম্বল’ কেড়ে নিল বিজেপি? বিজেপির নতুন ‘রায়ে’ মমতার কপালে ভাঁজ?

একুশের যুদ্ধজয়ে কংগ্রেসের ‘বড় সম্বল’ কেড়ে নিল বিজেপি? বিজেপির নতুন ‘রায়ে’ মমতার কপালে ভাঁজ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিজেপি 2021 সালে বাংলাকে পাখির চোখ করলেও, তারা বাঙ্গালীদের বিন্দুমাত্র মান্যতা দেয় না বলে অভিযোগ করে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস এবং সিপিএমের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়। কিন্তু বিজেপি তাদের লক্ষ্য থেকে সরতে নারাজ।

রাজনৈতিকভাবে তারা কংগ্রেসের বিরোধী হলেও পয়লা জুলাই ছিল বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন। স্বাভাবিকভাবেই কংগ্রেসের পক্ষ থেকে এর জন্য মহা সমারোহে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু কংগ্রেসের করা অনুষ্ঠান অপেক্ষা বিজেপির করা বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধার্ঘ্য রীতিমত নজর কাড়ল বাংলার রাজনৈতিক মহলের। সূত্রের খবর, মঙ্গলবারই পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন বুধবার যাতে মহাসমারোহে পালন করা যায়, তার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আর তারই অঙ্গ হিসেবে এদিন বিভিন্ন জায়গায় বিজেপির পক্ষ থেকে বিধানচন্দ্র রায়কে সম্মাননা জ্ঞাপন করা হয়। আর যেখানে বিজেপি কংগ্রেস বিরোধী দল বলে পরিচিত সেখানে পশ্চিমবঙ্গের রূপকার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন তারা কেন এভাবে মহাসমারোহে পালন করলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। অনেকে বলছেন, বিজেপির কাছে একমাত্র মনীষী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, এই অভিযোগ দীর্ঘদিনের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীরা বলে, বিজেপি বাংলার কোনো মনীষী বা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান করতে জানে না। তাদের কাছে বিকাশ পুরুষ একমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু বিরোধীদের তরফে অভিযোগ করে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা হলেও, আগামী বিধানসভা নির্বাচনের আগে বাংলার সমস্ত ধরনের মনীষীকে বিজেপির সম্মান করে। এই প্রমাণ করতে মরিয়া হল বঙ্গ বিজেপি। আর তারই অংশ হিসেবে এদিন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিন দলীয় কর্মীদের শ্রদ্ধা সহকারে পালন করার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে মত ওয়াকিবহাল মহলের।

এদিন এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বাংলার সমস্ত মনীষীদের আমরা সম্মান জানাই শ্যামাপ্রসাদ মুখার্জী। যখন বিধানসভায় বাংলাকে হিন্দু প্রধান এলাকা করার প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিলেন বিধান চন্দ্র রায়। তিনি বাংলার রূপকার এটা প্রমাণ করেছেন। এছাড়াও সবথেকে বড় বিষয় হল, শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু নিয়ে তদন্ত বিধান রায় চেয়েছিলেন। বিধানচন্দ্র রায় সত্যতার পক্ষে ছিলেন। পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়নের কারিগর তিনি। বিকাশ পুরুষকে আমরা সামনে রেখে এগোতে চাই। যারা বিকাশ পুরুষ তাদের আমরা গ্রহণ করি। আর বাংলায় বিকাশ পুরুষের জলজ্যান্ত উদাহরণ বিধানচন্দ্র রায়।”

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিজেপির পক্ষ থেকে বিধান রায়কে সম্মান জানিয়ে কংগ্রেস এবং তৃণমূল দুই দলকে কার্যত চাপে ফেলে দেওয়া হল। কেননা কংগ্রেস দলের হেভিওয়েট নেতা ছিলেন বিধানচন্দ্র রায়। তাই তার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হলেও, তার থেকে বেশি জমকালো হয়েছিল বিজেপির নেতা কর্মীদের বিধানচন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধান চন্দ্র রায়কে সম্মান জানালেও, তাঁকে সম্মাননা জ্ঞাপন করে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল এবং কংগ্রেস দুই দলকেই ব্যাপক চাপে ফেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!